Ajker Patrika

সালিসে সংঘর্ষ আহত ৫

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ২৪
সালিসে সংঘর্ষ আহত ৫

আগৈলঝাড়ায় একটি বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। পরে ওই শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে সালিস বৈঠক চলাকালে ২য় বার হামলা-সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার সোমাইরপাড় গ্রামের মনোরঞ্জন অধিকারীর ভাই সরুপ অধিকারীর শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। দুপুরে অনুষ্ঠান চলাকালে মনোরঞ্জন অধিকারীর ছেলে মানিক অধিকারীর সঙ্গে একই এলাকার সুনীল মন্ডলের ছেলে বিমল মন্ডলের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায় তাদের মধ্যে মারামারি হয়। পরে এটা সমাধানে যে সালিশ হয় সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে।

মানিক অধিকারী বলেন, ‘শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে আমার সঙ্গে বিমল মন্ডলের ঝগড়া হলে মুরব্বিরা শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে সালিস বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

মনোরঞ্জন অধিকারী বলেন, ‘শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে রাত ৮টায় আমাদের বাড়িতে সালিস বৈঠক বসলে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের বিমল মন্ডল, গৌরাঙ্গ মন্ডল ও উজ্জল মন্ডল আমাদের ওপর হামলা চালান।’

এ সময় হামলায় মানিক অধিকারী, মনোরঞ্জন অধিকারী, রিনা অধিকারী ও গোপাল অধিকারী আহত হয়েছেন বলে জানা যায়। হামলা-সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বিমল মন্ডলও আহত হন।

বিমল মন্ডল বলেন, শ্রাদ্ধ অনুষ্ঠান চলাকালে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। পরে রাতে ওই ঘটনার সমাধানের জন্য সালিসের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে বাগ্‌বিতণ্ডার এক পর্যায় দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, আহত ৪ জনকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে তাঁদের ভর্তি করা হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আহত ব্যক্তিরা থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ