বিলি আইলিশ, ডেভ ম্যাথুস ব্যান্ড, জ্যাক জনসনের মতো কোল্ডপ্লেও পরিবেশ সচেতনতায় কাজ করে। জনপ্রিয় এই ব্রিটিশ ব্যান্ড ‘আ হেড ফুল অব ড্রিমস ট্যুর (২০১৬-১৭) ’-এর পর দীর্ঘদিন কনসার্টে বিরতি দিয়েছিল। কারণ একটাই—পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ। তাই ২০১৯ সালে ‘এভরিডে লাইফ’ নামে একটি সংগীতসফরের ঘোষণা দিয়েও পরে তা বাতিল করে দেয় কোল্ডপ্লে। তারা এমন উপায় খুঁজছিল, কীভাবে একেকটি কনসার্টের কারণে যে মাত্রায় পরিবেশদূষণ হয়, তা কমিয়ে আনা যায়। অবশেষে উপায় খুঁজে বের করতে সফল হয় তারা। ২০২১ সালে কোল্ডপ্লে ১৭৭টি শো নিয়ে ‘মিউজিক অব স্পেয়ারস’ ট্যুরের ঘোষণা দেয়। ওই সময় তারা ১২ দফা পরিকল্পনার কথা জানিয়েছিল, যাতে কার্বন ফুটপ্রিন্ট ৫০ শতাংশ কমিয়ে আনা যাবে।
২০২২ সাল থেকে এই সংগীতসফর শুরু হয়েছে, শেষ হবে এ বছরের ১৬ নভেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে সফরের অর্ধেকের বেশি কনসার্ট। সম্প্রতি ব্যান্ডটি জানিয়েছে, মিউজিক অব স্পেয়ারসের প্রথম দুই বছরে তাদের আগের সংগীতসফরের তুলনায় কার্বন ডাই-অক্সাইড নির্গমনের হার ৫৯ শতাংশ কমেছে। এই সাফল্য তাদের প্রত্যাশার চেয়ে বেশি।
এ জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল ব্যান্ডটি। প্রতিটি শোতে রাখা হয়েছিল কাইনেটিক ডান্সফ্লোরের ব্যবস্থা, যার ওপর কনসার্টে আগত ব্যক্তিরা নাচলেই বিদ্যুৎ উৎপন্ন হবে। কোল্ডপ্লের শর্ত ছিল, কনসার্টে যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেককে ন্যূনতম একটি গাছ লাগাতে হবে। ব্যান্ডটি জানিয়েছে, এই দুই বছরে কোল্ডপ্লের কনসার্টে আগতরা শর্ত অনুযায়ী ৭ মিলিয়নের বেশি গাছ লাগিয়েছেন।
এ ছাড়া প্রতিটি কনসার্ট থেকে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হয়, সেগুলো নিয়েও বিশেষ পরিকল্পনা ছিল কোল্ডপ্লের। এসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে কোল্ডপ্লের ভিনাইল অ্যালবাম তৈরি করা হয়েছে। ৭২ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার, সার তৈরি ও জমি ভরাটের কাজে ব্যবহার করা হয়েছে। ব্যান্ডটি জানিয়েছে, কনসার্টে অংশ নিতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান জ্বালানি থেকে সৃষ্ট দূষণ কমাতে বেশির ভাগ ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করেছেন তারা।
মিউজিক অব স্পেয়ারস ট্যুরের প্রতিটি শোতে রাখা হয়েছিল সৌরবিদ্যুতের ব্যবস্থা। এ ছাড়া ট্যুর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যান্ডটি স্থাপন করেছে দুইটি সৌরচালিত সমুদ্র পরিচ্ছন্নতা প্রকল্প, যা সমুদ্র থেকে প্লাস্টিক আহরণ করে। সব মিলিয়ে শুধু গানের মাধ্যমেই যে পরিবেশদূষণ রোধে বড় অবদান রাখা যায়, তা মাত্র দুই বছরে দেখিয়ে দিয়েছে কোল্ডপ্লে।
আরও অনেক কিছু করার আছে জানিয়ে ব্যান্ডটির ভোকাল ক্রিস মার্টিন এক বিবৃতিতে বলেন, ‘একটি ব্যান্ড হিসেবে আমাদের যতটা করণীয়, তার থেকে আমরা এখনো অনেক দূরে। তবে এখন পর্যন্ত সবার কাছে যে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা কৃতজ্ঞ। সবাইকে অভিবাদন জানাই, যাঁরা আমাদের লক্ষ্যপূরণে কাজ করেছেন।’
বিলি আইলিশ, ডেভ ম্যাথুস ব্যান্ড, জ্যাক জনসনের মতো কোল্ডপ্লেও পরিবেশ সচেতনতায় কাজ করে। জনপ্রিয় এই ব্রিটিশ ব্যান্ড ‘আ হেড ফুল অব ড্রিমস ট্যুর (২০১৬-১৭) ’-এর পর দীর্ঘদিন কনসার্টে বিরতি দিয়েছিল। কারণ একটাই—পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ। তাই ২০১৯ সালে ‘এভরিডে লাইফ’ নামে একটি সংগীতসফরের ঘোষণা দিয়েও পরে তা বাতিল করে দেয় কোল্ডপ্লে। তারা এমন উপায় খুঁজছিল, কীভাবে একেকটি কনসার্টের কারণে যে মাত্রায় পরিবেশদূষণ হয়, তা কমিয়ে আনা যায়। অবশেষে উপায় খুঁজে বের করতে সফল হয় তারা। ২০২১ সালে কোল্ডপ্লে ১৭৭টি শো নিয়ে ‘মিউজিক অব স্পেয়ারস’ ট্যুরের ঘোষণা দেয়। ওই সময় তারা ১২ দফা পরিকল্পনার কথা জানিয়েছিল, যাতে কার্বন ফুটপ্রিন্ট ৫০ শতাংশ কমিয়ে আনা যাবে।
২০২২ সাল থেকে এই সংগীতসফর শুরু হয়েছে, শেষ হবে এ বছরের ১৬ নভেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে সফরের অর্ধেকের বেশি কনসার্ট। সম্প্রতি ব্যান্ডটি জানিয়েছে, মিউজিক অব স্পেয়ারসের প্রথম দুই বছরে তাদের আগের সংগীতসফরের তুলনায় কার্বন ডাই-অক্সাইড নির্গমনের হার ৫৯ শতাংশ কমেছে। এই সাফল্য তাদের প্রত্যাশার চেয়ে বেশি।
এ জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল ব্যান্ডটি। প্রতিটি শোতে রাখা হয়েছিল কাইনেটিক ডান্সফ্লোরের ব্যবস্থা, যার ওপর কনসার্টে আগত ব্যক্তিরা নাচলেই বিদ্যুৎ উৎপন্ন হবে। কোল্ডপ্লের শর্ত ছিল, কনসার্টে যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেককে ন্যূনতম একটি গাছ লাগাতে হবে। ব্যান্ডটি জানিয়েছে, এই দুই বছরে কোল্ডপ্লের কনসার্টে আগতরা শর্ত অনুযায়ী ৭ মিলিয়নের বেশি গাছ লাগিয়েছেন।
এ ছাড়া প্রতিটি কনসার্ট থেকে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হয়, সেগুলো নিয়েও বিশেষ পরিকল্পনা ছিল কোল্ডপ্লের। এসব প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে কোল্ডপ্লের ভিনাইল অ্যালবাম তৈরি করা হয়েছে। ৭২ শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার, সার তৈরি ও জমি ভরাটের কাজে ব্যবহার করা হয়েছে। ব্যান্ডটি জানিয়েছে, কনসার্টে অংশ নিতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিমান জ্বালানি থেকে সৃষ্ট দূষণ কমাতে বেশির ভাগ ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করেছেন তারা।
মিউজিক অব স্পেয়ারস ট্যুরের প্রতিটি শোতে রাখা হয়েছিল সৌরবিদ্যুতের ব্যবস্থা। এ ছাড়া ট্যুর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ব্যান্ডটি স্থাপন করেছে দুইটি সৌরচালিত সমুদ্র পরিচ্ছন্নতা প্রকল্প, যা সমুদ্র থেকে প্লাস্টিক আহরণ করে। সব মিলিয়ে শুধু গানের মাধ্যমেই যে পরিবেশদূষণ রোধে বড় অবদান রাখা যায়, তা মাত্র দুই বছরে দেখিয়ে দিয়েছে কোল্ডপ্লে।
আরও অনেক কিছু করার আছে জানিয়ে ব্যান্ডটির ভোকাল ক্রিস মার্টিন এক বিবৃতিতে বলেন, ‘একটি ব্যান্ড হিসেবে আমাদের যতটা করণীয়, তার থেকে আমরা এখনো অনেক দূরে। তবে এখন পর্যন্ত সবার কাছে যে সহযোগিতা পেয়েছি, তাতে আমরা কৃতজ্ঞ। সবাইকে অভিবাদন জানাই, যাঁরা আমাদের লক্ষ্যপূরণে কাজ করেছেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪