Ajker Patrika

২৩ ইউপির ১৮১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ২২
২৩ ইউপির ১৮১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বগুড়ার ২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে ৩১ জানুয়ারি। এই ২৩ ইউপির ২২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেগুলোয় নজরদারি শুরু করেছে প্রশাসন।

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ষষ্ঠ ধাপের নির্বাচন হবে সারিয়াকান্দি উপজেলার ১১টি, সোনাতলা উপজেলার ৭, সদরের ২ ও গাবতলীর ২টি ইউপিতে।

পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, এই ২৩টি ইউনিয়নে ২২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮১টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার প্রায় সবক’টি ইউনিয়নের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর গাবতলীর সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চবিদ্যালয় কেন্দ্র ও খুপি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

সোনারায় ইউনিয়নের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাদুর রহমান ও সাইফুল ইসলাম লিখিত অভিযোগে ওই দুই কেন্দ্র নিয়ে শঙ্কার কথা বলেছেন।

সারিয়াকান্দির কর্ণীবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মাহবুবর রহমান ভোটের প্রত্যেক কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন। এ রকম বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক অভিযোগ আসছে নির্বাচন-সংশ্লিষ্টদের কাছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ইতোমধ্যে নজরদারি শুরু করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচনে আর কোনো সহিংসতা যেন না ঘটে, সেই বিষয়ে সম্পূর্ণ সতর্ক আছে জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত