হিলি (দিনাজপুর) প্রতিনিধি
মাঘের আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এতে গাছ মরে আলুতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষক। একই অবস্থা সরিষাখেতেরও। এতে আলু ও সরিষার উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে হিলিতে বৃষ্টিপাত শুরু হয়ে তা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর রাত সাড়ে ৮টা থেকে আবারও বৃষ্টি শুরু হয়। সারা রাতই থেমে থেমে বৃষ্টি হয়।
হিলির ইসমাইলপুরের কৃষক রোকন আলী বলেন, ‘এক বিঘা জমিতে আলু আবাদ করতে ১৫-২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাতের কারণে আলুখেতে পানি জমেছে। আর কয়েক দিন পরে এসব আলু ওঠানোর কথা ছিল। অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল।’
কৃষক মোস্তাক আলী বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই আলু তোলা শুরু হতো। হঠাৎ বৃষ্টিতে আলুখেতে পানি জমে থই থই করছে। লাভের আশায় যে টাকা খরচ করে আলু আবাদ করেছি তার এক টাকাও পাওয়া যাবে না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’
অপর কৃষক আব্দুল আলিম বলেন, ‘খেয়ে না খেয়ে ধার দেনা করে এবার তিন বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম, কিন্তু এখন কি করব সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
সরিষা চাষি বাবুল হোসেন বলেন, ‘সরিষাখেতে পানি জমে গেছে, গাছগুলো সব হেলে পড়েছে। এতে লাভের আশায় সরিষা চাষ করে এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।’
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলায় ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এ ছাড়া কিছু সরিষা ও গমের জমিতে পানি জমে আছে। খেত থেকে দ্রুত পানি বের করে দিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত সময়ে পানি বের করা গেলে এবং আর বৃষ্টি না হলে তেমন একটা সমস্যা হবে না। তবে খেতে পানি জমায় আলুর ক্ষেত্রে লেটব্রাইট রোগ দেখা দিতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গতকাল শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, গতিবেগ ঘণ্টায় চার-পাঁচ কিলোমিটার।’
মাঘের আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এতে গাছ মরে আলুতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষক। একই অবস্থা সরিষাখেতেরও। এতে আলু ও সরিষার উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে হিলিতে বৃষ্টিপাত শুরু হয়ে তা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর রাত সাড়ে ৮টা থেকে আবারও বৃষ্টি শুরু হয়। সারা রাতই থেমে থেমে বৃষ্টি হয়।
হিলির ইসমাইলপুরের কৃষক রোকন আলী বলেন, ‘এক বিঘা জমিতে আলু আবাদ করতে ১৫-২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাতের কারণে আলুখেতে পানি জমেছে। আর কয়েক দিন পরে এসব আলু ওঠানোর কথা ছিল। অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল।’
কৃষক মোস্তাক আলী বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই আলু তোলা শুরু হতো। হঠাৎ বৃষ্টিতে আলুখেতে পানি জমে থই থই করছে। লাভের আশায় যে টাকা খরচ করে আলু আবাদ করেছি তার এক টাকাও পাওয়া যাবে না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’
অপর কৃষক আব্দুল আলিম বলেন, ‘খেয়ে না খেয়ে ধার দেনা করে এবার তিন বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম, কিন্তু এখন কি করব সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
সরিষা চাষি বাবুল হোসেন বলেন, ‘সরিষাখেতে পানি জমে গেছে, গাছগুলো সব হেলে পড়েছে। এতে লাভের আশায় সরিষা চাষ করে এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।’
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলায় ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এ ছাড়া কিছু সরিষা ও গমের জমিতে পানি জমে আছে। খেত থেকে দ্রুত পানি বের করে দিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত সময়ে পানি বের করা গেলে এবং আর বৃষ্টি না হলে তেমন একটা সমস্যা হবে না। তবে খেতে পানি জমায় আলুর ক্ষেত্রে লেটব্রাইট রোগ দেখা দিতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গতকাল শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, গতিবেগ ঘণ্টায় চার-পাঁচ কিলোমিটার।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫