Ajker Patrika

তেঁতুলিয়ায় ইউপি নির্বাচন

আনোয়ার হোসেন রায়হান, পঞ্চগড়
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ৪৬
তেঁতুলিয়ায় ইউপি নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে তরুণদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে পুরোনোদের বাদ দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। অনেকেই দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ভাবছেন।

আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে তেঁতুলিয়ার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ ধাপের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

উপজেলার সাত ইউপিতে চেয়ারম্যান পদে যাঁরা দলের মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নে মাহবুবুল আলম মিলন, তিরনইহাটে দানিয়েল হোসাইন, তেঁতুলিয়া সদর ইউনিয়নে মাসুদ করিম সিদ্দিকী, শালবাহানে আশরাফুল ইসলাম, বুড়াবুড়িতে শেখ কামাল, ভজনপুরে হারুন অর রশিদ লিটন ও দেবনগরে আবুল কালাম আজাদ (ডাবলু)।

শালবাহান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল ইসলাম লালুর পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক আশরাফুল আলম। অপর দিকে, বাংলাবান্ধা ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত-ই-খুদা মিলনকে মনোনয়ন দেওয়া হয়নি।

নুরুল ইসলাম লালু বলেন, শালবাহান ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। চাঁদাবাজ, ছিনতাইকারী মামলার আসামি বহিষ্কৃত যুবলীগ নেতাকে মনোনয়ন দিয়েছে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

শালবাহান ইউনিয়নের মনোনয়ন পাওয়া আশরাফুল আলম বলেন, ‘নেত্রী দলের তৃণমূলের কথা চিন্তা করে আমাকে মনোনয়ন দিয়েছেন। আশা করছি, প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে পারব।’

বাংলাবান্ধা ইউনিয়নে মনোনয়নবঞ্চিত কুদরত-ই-খুদা মিলন জানান, ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে দলের তৃণমূলের মতের প্রতিফলন হয়নি। সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি জানান তিনি।

সিদ্ধান্ত পরিবর্তন না হলে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মতামত নিয়ে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া মাহবুবুল আলম মিলন বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ায় খুশি। দল চায় বিতর্কিতদের বাদ দিয়ে স্বচ্ছ ব্যক্তিদের মনোনয়ন দিতে। এবার সেটাই হয়েছে।’

সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া ছাত্রলীগের দুইবারের সভাপতি মাসুদ করিম সিদ্দিকী বলেন, মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের জেলা-উপজেলার নেতাদের প্রতি কৃতজ্ঞ। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে তরুণদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে কয়েকটি ইউনিয়নে আরও ভালো প্রার্থী ছিল। এটা বিবেচনা করা উচিত ছিল।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, তৃণমূলে যাঁদের গ্রহণযোগ্যতা আছে, যাঁরা ত্যাগী ও দলের পেছনে যাঁদের অবদান রয়েছে, দল তাঁদের মনোনয়ন দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত