Ajker Patrika

আল্লাহর গুণবাচক ৯৯ নামসংবলিত স্তম্ভ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২: ১১
আল্লাহর গুণবাচক ৯৯ নামসংবলিত স্তম্ভ

ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারের স্টেশন মোড়ে নির্মিত হচ্ছে মহান আল্লাহর গুণবাচক ৯৯ নামসংবলিত স্তম্ভ। ৪৫ ফুট উচ্চতার স্তম্ভটির নির্মাণকাজ প্রায় শেষের দিকে। নির্মাণকাজ শেষ হলে নান্দনিক আলোকসজ্জার ব্যবস্থার মাধ্যমে আল্লাহর নামগুলো ফুটিয়ে তোলা হবে। এ ছাড়া চারপাশে থাকবে ফোয়ারা।

সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারের স্টেশন মোড়ে স্তম্ভটির নির্মাণকাজ চলছে। এটির চারপাশে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম আরবি ও বাংলা উচ্চারণসহ ওপর থেকে নিচে লেখা হয়েছে। কারুকার্যের কাজ এখনো সম্পন্ন না হলেও অবয়ব ফুটে ওঠায় এই পথ দিয়ে যাতায়াতকারীরা এটি ঘুরেফিরে দেখছেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের বলেন, ‘গত বছরের আগস্ট মাসে আল্লাহর গুণবাচক নাম সংযুক্ত স্তম্ভের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। নির্মাণকাজ অনেকটা শেষ হলেও এখনো কারুকার্যের কিছু কাজ বাকি রয়েছে। ছয় ফুট বর্গাকার এ স্তম্ভটির উচ্চতা হবে ৪৫ ফুট। এর ৩০ ফুটে রয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং ওপরে পাঁচ ফুটে বড় করে থাকবে “আল্লাহু” লেখা। গত বছরে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলা সদরের বাস ও সিএনজিস্ট্যান্ড মোড়ে এটি নির্মাণের সিদ্ধান্ত নিই।’

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন স্তম্ভটি দেখতে আসছেন। এখনো তো কাজ শেষ হয়নি। হলে আরও সুন্দর লাগবে। বাইরে থেকে আরও অনেকেই দেখতে আসবেন।’

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, ‘ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা স্তম্ভটির প্রশংসা করছেন। এটি উপজেলা সদরের সৌন্দর্য বাড়াবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. শাহ আলম বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এ ধরনের দৃষ্টিনন্দন ও সুবিশাল স্তম্ভ নির্মাণ করায় উপজেলার ভাবমূর্তি বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত