Ajker Patrika

সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক হালিম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৫৩
সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক হালিম

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। শিক্ষকদের ভোটে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম।

উপজেলার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী পান ২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হামজা পান ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলীম পান ২৯ ভোট পান।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসবান নূর পান ১৪ ভোট।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত