Ajker Patrika

কারাবন্দীদের করোনার টিকা দেওয়া শুরু

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
কারাবন্দীদের করোনার টিকা দেওয়া শুরু

বরিশালে কারাবন্দীদের কোভিড-১৯ প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়েছে। গত বুধবার সকাল ১০টায় সারা দেশের মতো বরিশাল কেন্দ্রীয় কারাগারে সিভিল সার্জনের কার্যালয় ও কেন্দ্রীয় কারাগারের আয়োজনে এ টিক দেওয়া কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তার প্রমুখ। শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে কয়েদিদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত