Ajker Patrika

ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা

ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা

বলিউড তারকা নোরা ফাতেহি অবশেষে ঢাকায় আসার অনুমতি পেলেন। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ঢাকায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক বলেন, ‘নোরা ফাতেহি ঢাকায় আসবেন ১৮ নভেম্বর সকালে। এক দিন থাকবেন। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে।’

মারিয়া জানান, নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন নোরা। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্রের জন্য নোরার ঢাকায় আগমনের কথা। বিষয়টি নিয়ে মারিয়া বলেন, ‘অনেকে বলছেন, নোরা নাকি শুটিং করার অনুমতি পেয়েছেন। বিষয়টি তা নয়। তাঁর ক্রেস্ট প্রদানের আয়োজনসহ অনুষ্ঠানস্থলে তিনি যতক্ষণ থাকবেন, সেটার ভিডিও ধারণ করে একটি তথ্যচিত্র নির্মাণ করা হবে। যেটি আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে। এর একটি কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও জমা দিতে হবে।’

উইমেন লিডারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পর অনুষ্ঠানে নোরার একটি ছোট পরিবেশনাও থাকতে পারে বলে জানিয়েছেন মারিয়া মৃত্তিক। এর আগে দুইবার নোরার ঢাকায় আসা স্থগিত করেছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত