Ajker Patrika

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২৫

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০: ৪৫
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২৫

মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার বাজিতপুর ইউনিয়নের লাউসার গ্রামে গতকাল সোমবার সকালে বিবদমান দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউশার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বপন ওঝা ও বিজয় রায় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত দুর্গা পূজার অনুষ্ঠানে নিমন্ত্রণ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটে। একপর্যায়ে গতকাল সোমবার সকালে স্বপন ওঝার লোকজন বিজয় রায় পক্ষের লোকজনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

অমল রায় বলেন, ‘আমার বাবার পাও ভাইঙ্গা ফালাইছে ওরা আমার স্ত্রীর হাত ভাইঙ্গা ফেলাই ছে।’

আলো রায় বলেন, ‘আমার ছেলের দোকান বাইঙ্গাচুইরা ফালাইছে ও মালপত্র ওরা নিয়ে গেছে।’

চন্দ্র কান্ত রায় বলেন, ‘ওরা আমার মেয়েটারও মাথা ফাটাইয়া দিছে।’

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মন্দিরে অনুষ্ঠানকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এরই জের ধরে সোমবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত