Ajker Patrika

নিয়মিত হবেন নাজরিয়া

আপডেট : ১২ জুন ২০২২, ০৯: ৪০
নিয়মিত হবেন নাজরিয়া

মালয়ালম অভিনেত্রী নাজরিয়া নাজিমের হাসিতেই কাবু হাজারো পুরুষ। একটা ভুবন ভোলানো হাসি, যে হাসি তিরের মতো বিঁধে হৃদয়কে এফোঁড়-ওফোঁড় করে দেয়। যাঁর সৌন্দর্য আর অভিব্যক্তিতে বুঁদ হয়ে ডাকা হয় ‘এক্সপ্রেশন কুইন’ নামে।

অভিনয়ে নিয়মিত নন নাজরিয়া। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরু। ২০১৪ সালে তাঁর ওপর আলো আছড়ে পড়ে ‘বেঙ্গালোর ডেইজ’ ও ‘ওম শান্তি ওশানা’ সিনেমাগুলোর মাধ্যমে। মাত্র ২০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। স্বামী ফাহাদ ফাসিলও জনপ্রিয় অভিনেতা। সে বছরই অভিনয়ে বিরতি নেন নাজরিয়া। ২০১৪ সালে পাঁচটি সিনেমা মুক্তি পাওয়া নাজরিয়া ফেরেন ২০১৮ সালে। ‘কোডি’ সিনেমায় জেনি চরিত্রে মুগ্ধতা ছড়ান।

২০২০ সালে স্বামী ফাহাদের সঙ্গে ‘ট্রান্স’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। দুই বছর বিরতিতে শুক্রবার মুক্তি পেল নাজরিয়ার নতুন সিনেমা ‘আন্তে সুন্দরনিকি’। সিনেমাটি বক্স অফিসে প্রশংসা কুড়াচ্ছে। খ্রিষ্টান মেয়ে লীলার চরিত্রে অভিনয় করেছেন নাজরিয়া। তাঁর বিপরীতে ন্যানি আছেন ব্রাহ্মণ সুন্দরের চরিত্রে। এবারও কি বিরতি নেবেন নাজরিয়া? অভিনেত্রী জানিয়েছেন, এখন থেকে নিয়মিতই অভিনয় করবেন। হাতে অনেকগুলো স্ক্রিপ্ট আছে। তবে পরবর্তী সিনেমায় স্বামীর সঙ্গেই অভিনয় করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত