Ajker Patrika

কৃষ্ণপুর-জানপুর সড়ক পুনর্নির্মাণ কাজ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
কৃষ্ণপুর-জানপুর সড়ক পুনর্নির্মাণ কাজ

ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর জি. সি. থেকে জানপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটি পুনর্নির্মাণ কাজের চুক্তিপত্রের মেয়াদ ছয় মাস পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি।

যার কারণে ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো গাড়ির যাত্রী ও জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছে শত শত যাত্রী।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) বিভাগের সড়কটি পুনর্নির্মাণে প্রায় পৌনে ২ কেটি টাকা বরাদ্দ দেওয়া হয়। যার নির্মাণকাজ চলতি বছরের ১০ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা। অথচ এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।

সড়কটি পুনর্নির্মাণ ও মেরামত কাজে ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) দরপত্র আহ্বান করে। দরপত্রটি ১ কোটি ৭০ লাখ টাকায় ক্রয় করে হাট গজারিয়ার মণ্ডল এন্টারপ্রাইজ। চুক্তিপত্র অনুযায়ী যথা সময়ে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে তাঁর কোনো প্রতিফলন নেই।

এ বিষয়ে মণ্ডল এন্টার প্রাইজের প্রোপ্রাইটর মো. কামরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কাজ কিছুটা করা হয়েছে। বৃষ্টির জন্য কার্পেটিংয়ের কাজ করতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত