Ajker Patrika

ইউপি সদস্যসহ ১২ জনের নামে হত্যা মামলা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৩
ইউপি সদস্যসহ ১২ জনের নামে হত্যা মামলা

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দিনমজুর মিরাজ শেখকে (৩৫) হত্যায় মামলা করা হয়েছে। কেওড়া ইউপি সদস্য নজরুল ইসলাম ও উজ্জল মেম্বারসহ ১২ জনকে আসামি করে মামলাটি করেন তাঁর মা মাকসুদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আসামিদের বেশ কিছু দিন ধরে নৈকাঠি গ্রামের শেখ সত্তারের ছেলে মিরাজ শেখ ও তাঁর পরিবারের ক্ষয়ক্ষতি করতে উঠে পড়ে লাগেন। মামলার পর থেকে ২ নম্বর আসামি উজ্জল মেম্বার ও তাঁর লোকজন নিহত মিরাজের মা ও স্ত্রীকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। অন্যদিকে, মিরাজ হত্যার ৩ দিন আগে ওই আসামিরা গভীর রাতে তাঁর বাড়ি থেকে তুলে নেওয়ারও চেষ্টা করেছিল বলে বাদী মাকসুদা বেগম ও নিহতের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করেছেন। এ অবস্থায় গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় মিরাজ শেখ বাড়ি থেকে ধান মাড়াই যন্ত্রের তেল কেনার জন্য কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারের উদ্দেশে রওনা দেন। পথে মিন্টুর গ্যারেজের কালভার্টের কাছে পৌঁছালে আসামিরা তাঁর পথরোধ করে। এ সময় ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উজ্জল, সেলিম মৃধা, আকবর, ইউনুস খান, হাফিজুল তালুকদার, সুজন তালুকদার, লিটু মৃধা, ইমাম মৃধাসহ আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। আসামিরা তাঁকে ঘিরে ধরে দুই পা, হাত পিটিয়ে ভেঙে দেন, দুই চোখ নষ্ট করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সিদ্দিক বলেন, ‘মিরাজ শেখ হত্যায় আসামি আকবরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত