Ajker Patrika

এবার স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৯
এবার স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন

‘অটোমেটিক হাউস ক্লিনার অ্যান্ড লাইফ সেফটি রোবট’ এবং কৃষিভিত্তিক রোবট ‘স্মার্ট এগ্রো রোবট’ তৈরির পর এবার স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের সাত শিক্ষার্থীর একটি টিম এ মেশিন উদ্ভাবন করে।

জানা গেছে, ইতিমধ্যে মেশিনটি অর্জন করেছে Basis National ICT Award। এ ছাড়াও International APICTA award প্রতিযোগিতায় বর্তমানে বাংলাদেশের হয়ে চীন, হংকং, জাপান সিঙ্গাপুর, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের ১৫টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা দশে অবস্থান করছে।

উদ্ভাবন টিমের প্রধান হৃদয় হোসেন বলেন, আমাদের দেশের মেয়েরা প্রায়ই স্যানিটারি প্যাড দোকান থেকে কিনতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। অনেক সময় বখাটে দ্বারা মানসিকসহ শারীরিক নিপীড়নের শিকার হয়। ফলে দোকান থেকে প্যাড কিনতে অনেক দ্বিধাবোধ করে। এ কারণে অনেকে এটি ব্যবহার করে না। এর ফলে তারা নানা সমস্যা ভোগে। এ সমস্যা সমাধানের জন্য আমরা তৈরি করেছি ‘আইওটি বেসড স্মার্ট ভেন্ডিং মেশিন ফর স্যানিটারি প্যাড’। এ মেশিনের সাহায্যে মেয়েরা খুব সহজেই প্যাড সংগ্রহ করতে পারবে। তারা নিকটস্থ মেশিনের ভেতরে ১০ টাকা দিয়ে খুব সহজে একটি স্যানিটারি প্যাড পেয়ে যাবে।

টিমের সদস্য শারমিন আক্তার তন্নি বলেন, মেশিনের মধ্যে প্যাড ফুরিয়ে গেলে মেশিন খুদে বার্তার মাধ্যমে আমাদের জানিয়ে দেবে। তখন নিয়ন্ত্রণকারী আবারও মেশিনে প্যাড দিয়ে আসবেন। এতে দোকানি বা ব্যবহারকারী কাউকে বাড়তি সময় দিতে হবে না।

টিমের আরেক সদস্য বক্তিয়ার আহম্মেদ বাপ্পি বলেন, একটি মেয়ে মোবাইল অ্যাপ ব্যবহার করে কোন কোন লোকেশনে মেশিন আছে তা দেখতে পাবে এবং মেশিনের গায়ে লাগানো ছজ কোড স্ক্যান করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করেও প্যাড ক্রয় করতে পারবে।

এ বিষয়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাজেদ-উর-রহমান বলেন, শিক্ষার্থীদের ‘আইওটি বেসড স্মার্ট ভেন্ডিং মেশিন ফর স্যানিটারি প্যাড’ উদ্ভাবনে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। তাঁদের যখন যেটা প্রয়োজন আমরা সরবরাহ করার চেষ্টা করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত