Ajker Patrika

সেপ্টেম্বরে ৩০ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬: ৩৮
সেপ্টেম্বরে ৩০ জনের মৃত্যু

যশোরে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত সেপ্টেম্বরে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে এই মৃতের সংখ্যা ছিল দু শর ওপরে।

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৮ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯ জন। তবে পুরো মাসে ১৪ দিন ছিল করোনায় মৃত্যুশূন্য। গতকাল বৃহস্পতিবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রেহেনেওয়াজ জানান, ১ সেপ্টেম্বর পর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছিল ২১ হাজার ১৩০ জনের। মাস শেষে এ সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬২৮ জনে। সে হিসেবে সেপ্টেম্বর মাসে নতুন করে ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬ দশমিক ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে নমুনা বিবেচনায় শনাক্তের হার সর্বনিম্ন ৩ দশমিক ৪১ শতাংশে নেমে আসে। একই সঙ্গে সুস্থতার হারও ছিল সন্তোষজনক। সেপ্টেম্বর মাসে দিনে গড়ে ২ দশমিক ৮৬ জন করে করোনা রোগী সুস্থ হয়েছেন।

ডা. রেহেনেওয়াজ আরও জানান, যেখানে জুলাই, আগস্ট মাসে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায় সেখানে সেপ্টেম্বরে এ সংখ্যা মাত্র ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। এর মধ্যে তিন দিন সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত