Ajker Patrika

আনসার-ভিডিপির ১২ সদস্য পেলেন পুরস্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি
আনসার-ভিডিপির ১২ সদস্য পেলেন পুরস্কার

শেরপুরের নকলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৫৫ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আনসার ও ভিডিপি সমাবেশে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারের মধ্যে ছিল ছয়টি বাইসাইকেল, আটটি ছাতা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, থানার তদন্ত কর্মকর্তা ইসকান্দর হাবিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হরিদাসী রাণী সাহা, নালিতাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক জোবায়ের হোসেন প্রমুখ।

এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত