মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। কিশোরদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সমস্যা ও সমাধান বিষয়ে পরামর্শ দেয় কেন্দ্রটি। একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা, বিশেষভাবে সুসজ্জিত কক্ষে খেলা, বিনোদন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভুক্তভোগীদের সমস্যা শুনে পরামর্শ দেন গোপনীয়তার সঙ্গে। ইউনিসেফের উদ্যোগে এই সেবা চালু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই সেবা তৃণমূলে পৌঁছাতে ইউনিসেফ সারা দেশে ৬০৩টি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করে। কারণ, কৈশোরে শিশুর মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। এই সময়ে তারা অন্যের কথায় প্রভাবিত হয়ে পারে। নানা কারণে তারা বিপথগামী হয়। হতাশায় অনেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়। তাই এই সময় শিশুর মানসিক ও শারীরিক পরিচর্চার জন্য একজন ভালো পরামর্শকের দরকার হয়।
গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গেলে দেখা যায়, একটি কক্ষের পাশে কয়েকজন কিশোর অপেক্ষা করছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, চিকিৎসক ও একজন কিশোর দাবা খেলছেন। দুজন কথা বলছেন আর খেলা চালিয়ে যাচ্ছেন। ইশারায় অপেক্ষা করতে বললেন চিকিৎসক। তারপর আবার খেলা ও কথা শুরু। শেষ হলো ৩০ মিনিট পর। পরে জানা যায়, খেলার ছলে ওই কিশোরের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করছিলেন চিকিৎসক। চার মাস ধরে বিনা মূল্যে এভাবেই কিশোর-কিশোরীরা এই কেন্দ্র থেকে সেবা নিচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত চার মাসে আড়াই শতাধিক কিশোর-কিশোরী এই সেবা নিয়েছে। এখানে চিকিৎসক শিশু-কিশোরদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, এইচআইভি, পয়োনিষ্কাশন, ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা, ভালো বন্ধু নির্বাচন ও সামাজিক নানা বিষয়ে কাউন্সেলিং করেন। গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘পারিবারিক নানা জটিলতার কারণে আমার চুপচাপ থাকতে ভালো লাগত। লেখাপড়ায় মন বসত না। মনের কথাগুলো বিশ্বস্ততার সঙ্গে কাউকে বলতে পারছিলাম না। তখন আমার শিক্ষক এখানে পাঠালেন। এখন আমি স্বাভাবিক আছি।’
দায়িত্বরত সহকারী চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, কৈশোর বয়সের সন্তানের সব ধরনের পরিবর্তন অভিভাবকদের নজর রাখতে হবে। প্রয়োজনে কাউন্সেলিং করাতে হবে। শিশুদের মানসিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল শাফি বলেন, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করাই এই কর্নারের উদ্দেশ্য।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। কিশোরদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সমস্যা ও সমাধান বিষয়ে পরামর্শ দেয় কেন্দ্রটি। একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা, বিশেষভাবে সুসজ্জিত কক্ষে খেলা, বিনোদন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভুক্তভোগীদের সমস্যা শুনে পরামর্শ দেন গোপনীয়তার সঙ্গে। ইউনিসেফের উদ্যোগে এই সেবা চালু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই সেবা তৃণমূলে পৌঁছাতে ইউনিসেফ সারা দেশে ৬০৩টি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করে। কারণ, কৈশোরে শিশুর মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। এই সময়ে তারা অন্যের কথায় প্রভাবিত হয়ে পারে। নানা কারণে তারা বিপথগামী হয়। হতাশায় অনেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়। তাই এই সময় শিশুর মানসিক ও শারীরিক পরিচর্চার জন্য একজন ভালো পরামর্শকের দরকার হয়।
গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গেলে দেখা যায়, একটি কক্ষের পাশে কয়েকজন কিশোর অপেক্ষা করছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, চিকিৎসক ও একজন কিশোর দাবা খেলছেন। দুজন কথা বলছেন আর খেলা চালিয়ে যাচ্ছেন। ইশারায় অপেক্ষা করতে বললেন চিকিৎসক। তারপর আবার খেলা ও কথা শুরু। শেষ হলো ৩০ মিনিট পর। পরে জানা যায়, খেলার ছলে ওই কিশোরের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করছিলেন চিকিৎসক। চার মাস ধরে বিনা মূল্যে এভাবেই কিশোর-কিশোরীরা এই কেন্দ্র থেকে সেবা নিচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত চার মাসে আড়াই শতাধিক কিশোর-কিশোরী এই সেবা নিয়েছে। এখানে চিকিৎসক শিশু-কিশোরদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, এইচআইভি, পয়োনিষ্কাশন, ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা, ভালো বন্ধু নির্বাচন ও সামাজিক নানা বিষয়ে কাউন্সেলিং করেন। গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘পারিবারিক নানা জটিলতার কারণে আমার চুপচাপ থাকতে ভালো লাগত। লেখাপড়ায় মন বসত না। মনের কথাগুলো বিশ্বস্ততার সঙ্গে কাউকে বলতে পারছিলাম না। তখন আমার শিক্ষক এখানে পাঠালেন। এখন আমি স্বাভাবিক আছি।’
দায়িত্বরত সহকারী চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, কৈশোর বয়সের সন্তানের সব ধরনের পরিবর্তন অভিভাবকদের নজর রাখতে হবে। প্রয়োজনে কাউন্সেলিং করাতে হবে। শিশুদের মানসিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল শাফি বলেন, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করাই এই কর্নারের উদ্দেশ্য।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫