Ajker Patrika

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামের চন্দনাইশের ধোপাছড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীম ও বিদ্রোহী প্রার্থী মোরশেদুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে ধোপাছড়ি ইউনিয়নের গন্ডামারা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক জমির উদ্দিন, আনোয়ার হোসেন, জমির উদ্দিন, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল আবছার, মোছলেম উদ্দিন, মো. ইলিয়াছ কাঞ্চন, বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মো. সাজ্জাদ, মো. শাহাদাত, জসিম উদ্দিন, মো. শাহেদ , মোজাম্মেল হক, জমিরুল ইসলাম।

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীম বলেন, গত শনিবার বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের গন্ডামারা এলাকায় গণসংযোগকালে মাইকে ঘোষণা দিয়ে আমার ও সমর্থকদের ওপর হামলা চালান বিদ্রোহী প্রার্থী মোরশেদুল আলমের সমর্থকেরা। এ সময় আমার ৯ কর্মী গুরুতর আহত হন।

অভিযোগ অস্বীকার করে মোরশেদুল আলম বলেন, গত শনিবার বিকেলে ধোপাছড়ি বাজারে গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থী আবদুল আলীমের সমর্থকেরা তাঁকে জিম্মি করেন। এ সময় আরিফ নামের এক যুবক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলায় আমার ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, ধোপাছড়ি ইউপির দুই প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত