Ajker Patrika

শিশু সুরাইয়ার চিকিৎসায় প্রতারণার শিকার পরিবার

ফয়সাল পারভেজ, মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ০৪
শিশু সুরাইয়ার চিকিৎসায় প্রতারণার শিকার পরিবার

২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহর এলাকার দোয়ারপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন নাজমা বেগম। সে সময় গর্ভে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারে জন্ম হয় সুরাইয়ার। এখন পর্যন্ত শরীরে সেই সব ক্ষত ঠিক হয়নি । শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই বেড়ে উঠছে শিশুটি। স্বাভাবিক চিকিৎসা বন্ধ হওয়ায় কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে সুরাইয়ার পরিবার।

সম্প্রতি সুরাইয়া মাগুরা পুলিশ লাইন স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে যাওয়াটাও খুব কঠিন বলে জানান তাঁর মা নাজমা বেগম। তিনি বলেন সেই গুলিতে সুরাইয়ার ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাম চোখের অবস্থাও ভালো না। মেয়েটির শরীরের ডান পাশটিও ঠিকভাবে কাজ করছে না। তবু আমরা চাই সে বড় হোক। পড়াশোনা করুক। অন্য সব শিশুদের মত হাসিখুশি জীবন যাপন করবে।

সুরাইয়ার স্বাভাবিক চিকিৎসা বন্ধ হয়ে আছে তিন বছর জানিয়ে সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া জানান, ঢাকার যে সব চিকিৎসক কথা দিয়েছিলেন তাঁরা কেউ ফোন ধরেন না। ঢাকা মেডিকেলের সেই সব চিকিৎসক ফোন না ধরার কারণে তিন বছর চিকিৎসা বন্ধ সুরাইয়ার। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে মেয়েটির। বড় হচ্ছে আর নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাই সুস্থ করতে কবিরাজি চিকিৎসা করানোর চেষ্টা। কিন্তু তাতেও প্রতারণার শিকার হয়েছেন।

সুরাইযার বাবা জানান, এস টিভি নামে একটি চ্যানেলে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন কবিরাজের সঙ্গে। অপর পাশ থেকে বিকাশে টাকা দিতে বলে। না হলে ওষুধ দিতে পারবে না। এই প্রতারক চক্রটি বিভিন্ন সময় আমাদের থেকে মোট ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়েছে। কথা ছিল ৭ দিনের মধ্যে সুরাইয়াকে তারা ভালো করে দেবে।

সুরাইয়ার বাবা আরও বলেন, মাগুরা পুলিশ সুপার অফিসে লিখিত অভিযোগ করেছি। পুলিশ কথা দিয়েছে বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখবে। তবে আমরা এই প্রতারকদের থেকে যেন সাবধানে থাকি সেটাও পুলিশের থেকে সতর্ক করে দিয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, সদর থানায় এ রকম কোনো লিখিত অভিযোগ আসেনি। তাঁরা যদি থানায় এসে অভিযোগপত্রটি দেয় তবে সদর থানা থেকে আমি অবশ্যই ব্যবস্থা নিব। আইনগত যা করার তা করতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত