Ajker Patrika

ব্যাট হাতে শুটিংয়ে নামবেন সাইয়ামি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩৭
ব্যাট হাতে শুটিংয়ে নামবেন সাইয়ামি

অভিষেক বচ্চনের সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন সাইয়ামি খের। আমাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েবসিরিজ ‘ব্রিথ’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এই বছরের শেষের দিকে আর বালকি তাঁর স্পোর্টসভিত্তিক সিনেমা ‘ঘুমর’-এর শুটিং শুরু করবেন। সেখানে ক্রিকেট কোচের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। অনেক দিন এমন এক নায়িকার সন্ধানে ছিলেন বালকি, খেলাধুলার প্রতি যাঁর  বিশেষ আগ্রহ ও ভালোবাসা আছে। বিশেষ করে, ক্রিকেটের প্রতি জ্ঞান ও ধারণা আছে। অবশেষে সাইয়ামিকেই খুঁজে পেয়েছেন তিনি, সিনেমার মূল নায়িকা হিসেবে তাঁকেই নিয়েছেন বালকি।

ব্যক্তিগত জীবনে খেলাধুলা ভালোবাসেন সাইয়ামি। একসময় নিজেও খেলতেন। স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ে খেলেছেন। ক্রিকেট নিয়ে তাই বেশ জ্ঞান তাঁর। বলিউডের এই তরুণী নায়িকাকে ব্যাট হাতে ময়দানে ছক্কা হাঁকাতে দেখা যাবে এবার। অবশ্য, চরিত্রটির জন্য সাইয়ামিকে একাধিকবার অডিশন দিতে হয়েছে।

বর্তমানে অনুরাগ কাশ্যপ প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করছেন সাইয়ামি খের। এর আগে অনুরাগের পরিচালনায় ‘চোকড’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। ড্রামা ঘরানার নতুন এই সিনেমার কাজ সদ্য শুরু হয়েছে হায়দরাবাদে। তবে এর বিষয় সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না। প্রজেক্টটির পরিচালকের নামও খোলাসা করেননি নির্মাতারা। আর বালকির ‘ঘুমর’, রাহুল ঢোলাকিয়ার ‘অগ্নি’, তাহিরা কাশ্যপের ‘শর্মাজি কি বেটি’, অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘ফাড়ু’সহ সাইয়ামির হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে এই মুহূর্তে।

রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘মির্জা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাইয়ামি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত চোকড সিনেমায় অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছিলেন এই বলিউড নায়িকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত