Ajker Patrika

শাল্লায় দলিল লেখক জেল হাজতে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ১৩
শাল্লায় দলিল লেখক জেল হাজতে

শাল্লায় জমির পরচা জালিয়াতির অভিযোগে নীতিশ পুরকায়স্থ নামে এক দলিল লেখককে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের এক বাসিন্দা নীতিশ পুরকায়স্থের কাছে দলিল লিখতে যান।

এ সময় তিনি দলিল লিখতে গিয়ে জাল পরচা তৈরি করেন। সেই পরচা তিনি নিজে তহসিল কার্যালয়ে আনতে গেলে কর্মকর্তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীতিশকে আটক করে থানায় নিয়ে জালিয়াতি মামলা করে।

তবে নীতিশ পুরকায়স্থ জানান, এই জালিয়াতি পরচা আজিজ মিয়া নামে একজন ব্যক্তি তৈরি করেছেন। তিনি রহমতপুর গ্রামের বাসিন্দা ও সিলেট সেটেলমেন্ট কার্যালয়ে পিয়নের চাকরি করছেন।

অভিযোগের তথ্য অস্বীকার করে আজিজ মিয়া জানান, তিনি এই বিষয়ে কিছু জানেন না।

ওসি আমিনুল ইসলাম আজকর পত্রিকাকে জানান, পরচা জালিয়াতির অভিযোগে নীতিশ নামে এক দলিল লেখককে আটক করা হয়েছে। মামলার পর তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত