Ajker Patrika

ছয় দিনেও পুকুরের মাছ হত্যার প্রতিকার মেলেনি

নাগরপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ৪২
ছয় দিনেও পুকুরের মাছ হত্যার প্রতিকার মেলেনি

নাগরপুরে ছয় দিনেও পুকুরে মাছ হত্যার প্রতিকার পাননি এক মাছচাষি। পূর্ব শত্রুতার জের ধরে এ কাজ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এ ঘটনায় ১৩ ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রতিকার না পেয়ে গতকাল সাংবাদিকদের জানান ওই মাছচাষি।

অভিযোগে বলা হয়, উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের কাচঁপাই গ্রামের বাসিন্দা মো. সুজায়েদ হোসাইন (২৮)। ওই গ্রামে মোতালেব কাঁঠাল তলি বিলে একটি পুকুর রয়েছে। দীর্ঘ দিন ধরে পুকুরটি লিজ নিয়ে মাছের চাষ করেন সুজায়েদ।

ওই পুকুরে এবার ১ লাখ ২০ হাজার টাকার মাছ ছাড়া হয়। মাছগুলোর বয়স তিন-চার মাস হয়েছিল। ১৩ ডিসেম্বর দিনের বেলায় হঠাৎ মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়।

ভুক্তভোগী মাছচাষি সুজায়েদ হোসাইন বলেন, প্রতিবেশী মো. দিদার, আল-আমিন, আ. হালিম ও দেলরুবার সঙ্গে পুকুর লিজ নিয়ে বিরোধ হয়। তাঁরা আমাকে নানাভাবে পুকুরটি লিজ না নেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধনের হুমকিও দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আল-আমিন বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি আমি জানি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...