Ajker Patrika

১১ দিনে ১৫ জনের বিষপান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৭
১১ দিনে ১৫ জনের বিষপান

ঝিনাইদহের কোটচাঁদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিষপানে আত্মহত্যার প্রবণতা। গত ১১ দিনে ১৫ জন বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তারা বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে, এসব বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ দিনে ১৫ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা চিকিৎসা নিয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে রয়েছে ২ শিশু, ১১ নারী আর ২ জন পুরুষ। তবে ওই শিশুরা ভুলবশত বিষপান করেছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।

আত্মহত্যার ঘটনা নিয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, ‘আগের কর্মকর্তা থাকতে একটা ইনোভেশন কার্যক্রম চালু ছিল। ওই সময় সচেতনতামূলক কার্যক্রম চালানো হতো। তবে এখন নাই। আর এ সংক্রান্ত কোনো কমিটিও নেই। তবে আমরা বিভিন্ন সামাজিক ও অফিশিয়াল প্রোগ্রামে এসব নিয়ে আলোচনা করে থাকি।’

এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ধানের সময় একটু মানুষ বেশি ঝুঁকে পড়ে বিষপানের দিকে। কারণ, এ সময় প্রায় ঘরে বিষ থাকে। এ ছাড়া প্রতি মাসে ১৫ থেকে ২০ জন বিষপানে আত্মহত্যা করে থাকে। গত ১১ দিনে ১৫টি রোগী হলে তো একটু বেশিই মনে হচ্ছে।’

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হলেও মামলা নেওয়ার নিয়ম আছে। তবে জানতে হবে তো। আমাদের কেউ জানায় না। শুধু মারা গেলে জানায় অনেকে। আজ পর্যন্ত এ সংক্রান্ত কোনো মামলা থানায় হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, না আজও কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত