Ajker Patrika

শ্রীপুরে বিএনপির আট কমিটি বিলুপ্ত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১: ০৯
শ্রীপুরে বিএনপির আট কমিটি বিলুপ্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলার আট ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান ফকিরের নির্দেশনায় সদস্যসচিব মোহাম্মদ আক্তারুল আলম মাস্টারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সুচিকিৎসা নিশ্চিত, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন ত্বরান্বিত করতে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, রোববার (আজ) থেকে এই ঘোষণা কার্যকর করা হবে।

কমিটি বিলুপ্তের খবরের প্রতিক্রিয়ায় কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, ‘কমিটি বিলুপ্ত ঘোষণা করার ক্ষমতা আহ্বায়ক কমিটির আছে। তবে আমাদের দাবি ছিল কমিটি বিলুপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি দেওয়া।’

গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ব্যাপারী বলেন, ‘হঠাৎ করে কমিটি বিলুপ্ত করার বিষয়ে আমার তেমন কোনো মন্তব্য নেই। শুধু বলব মিটিং আহ্বান করে বিলুপ্ত করা উচিত ছিল।’

বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, কমিটি ঘটনের আগে গঠনতত্ত্ব অনুসরণ করে প্রতিটি ইউনিয়নে একটি করে কর্মী সভা করা উচিত। গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কমিটি করা উচিত বলে তিনি মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত