Ajker Patrika

স্কুলছাত্রীসহ ৩ নারীর ‘আত্মহত্যা ’

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৬
স্কুলছাত্রীসহ ৩ নারীর ‘আত্মহত্যা ’

পৃথক স্থানে এক স্কুলছাত্রীসহ তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থেকে পূজা ঘোষ (২৪), মুগদা থেকে স্কুলছাত্রী শান্তা আক্তার (১৫) ও খিলগাঁওয়ের রওশনারা বেগমের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

মুগদা থানার এসআই মো. আবুল আনছার জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুগদা হাসপাতাল থেকে শান্তার লাশ ঢামেকে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত কারণ জানা যাবে।

মৃত শান্তার ভগ্নিপতি মাসুম হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ব্রাহ্মণচর গ্রামে। মা ও বড় বোনের সঙ্গে মুগদা মানিকনগর ৬৯/১ নম্বর বাসায় ভাড়া থাকত। মানিকনগরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত সে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় শান্তার মা এবং বড় বোন বাসার বাইরে ছিলেন। এ সময় বাসায় একাই ছিল সে। সন্ধ্যার পর তার খালা বাসায় ফিরে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছে শান্তা। খিলগাঁও থানার এসআই সনিয়া পারভীন জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে খিলগাঁও কবরস্থানের ভেতরে দক্ষিণ-পূর্ব দিকের বকুল গাছের ডালের সঙ্গে পাটের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রওশন আরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রওশন আরার ছেলে মো. সজীব বলেন, ‘দীর্ঘ ৮-১০ বছর আমার মায়ের মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময়ে সে বাসার বাইরে চলে যেত। আবোল-তাবোল কথাবার্তা বলত। বুধবার সন্ধ্যায় তিনি রিয়াজবাগে মেয়ের বাসা থেকে বের হন। পরবর্তী সময়ে ওই বাসার পাশেই খিলগাঁও কবরস্থানে গাছের সঙ্গে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে স্থানীয়রা।’

এদিকে যাত্রাবাড়ী থানার এসআই শিবাস্তিন বালা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দয়াগঞ্জের বাসা থেকে পূজা ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত