Ajker Patrika

ভোটকেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে আহত পাঁচ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৪৮
ভোটকেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে আহত পাঁচ

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানের একটি ভোট কেন্দ্রের ভেতরে যাওয়া-আসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত র‍্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। এ সময় জেলা প্রশাসক রহিমা খাতুন ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১১টার দিকে এমপি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তাঁর লোকজন নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম শাহিন চৌধুরীর পক্ষে ভোট কেন্দ্রে যাওয়া-আসা করেন। এ সময় প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমানের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে সুমন শেখ ও এনামুল হককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেন উজিরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে আসিবুর রহমান খান বলেন, ‘আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। তখন কিছু লোকজন আমার ওপর হামলার চেষ্টা করে। এমন ঘটনা আশা করিনি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

তবে মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমান জানান, ‘আসিব খান তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছিলেন। আমরা বাঁধা দিলে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। এতে কিছু লোক আহতও হন।’

এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি সামাল দিতে একজন ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত