Ajker Patrika

বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে গত শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে ৬ জন ও অভিভাবক প্রতিনিধি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হন ৪ জন করে ৮ জন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান প্রিন্স ও সংরক্ষিত মহিলা পদে বিজয়ী হয়েছেন মোছা. ছালেহা পারভীন।

অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন পলাশ, মো. শামীম ইসলাম, মো. শাহেদুল ইসলাম, মো. মামুন উদ্দিন মিয়া ও সংরক্ষিত মহিলা পদে সুলতানা আফরোজা বিজয়ী হয়েছেন।

শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত মোছা. ছালেহা পারভীন বলেন, ‘আনন্দ মুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে নিয়ে ভালো কিছু করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত