Ajker Patrika

দুধকুমার নদের চরে কুমড়ার আবাদ, চাষির মুখে হাসি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৫৩
দুধকুমার নদের চরে কুমড়ার আবাদ, চাষির  মুখে হাসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের বালুচরে আগে কোনো ফসল হতো না। কয়েক বছর ধরে মিষ্টিকুমড়া চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা।

চলতি বছর ৫০ বিঘার বেশি জমিতে মিষ্টিকুমড়ার চাষ হয়েছে। বালুচরের জমি লিজ নিয়ে অনেক চাষি কুমড়া চাষ করেছেন। ইতিমধ্যে কুমড়ালতার গিঁটে গিঁটে দেখা দিয়েছে ছোট-বড় ফল।

করোনার প্রভাবে আয়-রোজগার কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে বালুচরের অনাবাদি জমিতে মিষ্টিকুমড়া চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় অনেক কৃষক। উপজেলা কৃষি বিভাগ থেকে তাঁদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদের চরের মিষ্টিকুমড়াচাষি আনোয়ার হোসেন বলেন, ‘কয়েক বছর ধরে বালুচরে কুমড়া চাষ করেছি। পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবছর কুমড়া বিক্রি করে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হচ্ছে। সঠিকভাবে যত্ন নিলে কুমড়ার ভালো ফলন হয়।’

ওই এলাকার আরেক কুমড়াচাষি আবু বক্কর জানান, ‘বালুতে গর্ত করে গর্তের ভেতরে বিভিন্ন সার দিয়ে তাতে বীজ রোপণ করা হয়েছে। চারা গজানোর পর সেচ দেওয়াসহ পরিচর্যা করা হয়েছে।’

মিষ্টিকুমড়াচাষি মোখলেছুর রহমান বলেন, ‘কয়েকজন মিলে বালুচরের প্রায় ৩৫ বিঘা জমি লিজ নিয়ে কুমড়া চাষ করেছি। কিছু জমিতে রোগ দেখা দিয়েছে। এতে ফলন কিছুটা কম হবে। তা না হলে বেশ লাভ হতো। আশা করা যায় লোকসান হবে না। কৃষি বিভাগ রোগবালাই দমনের পরামর্শ দিয়েছে।’

ভূরুঙ্গামারী উপজেলার কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘নভেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কুমড়ার চারা লাগানো যায়। মার্চ মাস থেকে ফলন আসতে শুরু করে। দুধকুমার নদের চরে কুমড়াচাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। চরের জমি শুষ্ক হওয়ায় মাটিতে রস কম থাকে। জমিতে গর্ত করে তাতে পলিথিন দিয়ে পানি ধরে রাখতে পারলে কুমড়ার ভালো ফলন পাওয়া যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত