বরিশাল প্রতিনিধি
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) আরটি-পিসিআর মেশিনটি গত ১২ দিন ধরে বিকল হয়ে আছে। গত ৮ ডিসেম্বর বিদ্যুতের লো-ভোল্টেজে মেশিনটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেটি আর সচল হয়নি। এর ফলে করোনা পরীক্ষা ব্যাহত হচ্ছে বরিশালে।
শেবাচিম হাসপাতালে পিসিআর ল্যাব প্রধান ডা. এ. কে. এম আকবর কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মেশিনটি সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কোম্পানিকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে।
শেবাচিমের একটি সূত্র জানিয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া এক বছরের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারণে তারা মৌখিক আদেশে মেশিনটি সংস্কারে বরিশালে আসবেন না। তাদের দাপ্তরিক চিঠি ও বিল পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) শ্যামল কৃঞ্চ মন্ডল বলেন, পিসিআর ল্যাব ত্রুটির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং বারবার তাগাদা দেওয়া হচ্ছে। আপাতত করোনার সংগৃহীত নমুনা ভোলা পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ৮ এপ্রিল বরিশাল শেবাচিমে আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়। সেটির প্রতিদিন ১৮০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। করোনার সর্বোচ্চ সংক্রমণ চলাকালে প্রতিদিন ৬০০-৭০০ নমুনা সংগৃহীত হতো। অবশিষ্ট নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হতো।
গত আগস্টে স্বাস্থ্য অধিদপ্তর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরও একটি পিসিআর মেশিন সরবরাহ করা হলেও পাওয়ার সাপ্লাইসহ আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতির অভাবে সেটি চালু করা হয়নি।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) আরটি-পিসিআর মেশিনটি গত ১২ দিন ধরে বিকল হয়ে আছে। গত ৮ ডিসেম্বর বিদ্যুতের লো-ভোল্টেজে মেশিনটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেটি আর সচল হয়নি। এর ফলে করোনা পরীক্ষা ব্যাহত হচ্ছে বরিশালে।
শেবাচিম হাসপাতালে পিসিআর ল্যাব প্রধান ডা. এ. কে. এম আকবর কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মেশিনটি সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কোম্পানিকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে।
শেবাচিমের একটি সূত্র জানিয়েছে, সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া এক বছরের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গেছে। যে কারণে তারা মৌখিক আদেশে মেশিনটি সংস্কারে বরিশালে আসবেন না। তাদের দাপ্তরিক চিঠি ও বিল পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) শ্যামল কৃঞ্চ মন্ডল বলেন, পিসিআর ল্যাব ত্রুটির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে এবং বারবার তাগাদা দেওয়া হচ্ছে। আপাতত করোনার সংগৃহীত নমুনা ভোলা পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ৮ এপ্রিল বরিশাল শেবাচিমে আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়। সেটির প্রতিদিন ১৮০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। করোনার সর্বোচ্চ সংক্রমণ চলাকালে প্রতিদিন ৬০০-৭০০ নমুনা সংগৃহীত হতো। অবশিষ্ট নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হতো।
গত আগস্টে স্বাস্থ্য অধিদপ্তর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরও একটি পিসিআর মেশিন সরবরাহ করা হলেও পাওয়ার সাপ্লাইসহ আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতির অভাবে সেটি চালু করা হয়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪