Ajker Patrika

বেলাবতে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ২৯
বেলাবতে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে ভৈরব থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের শাহিন মিয়া, ভৈরব উপজেলার আলুকান্দা গ্রামের মোখলেছ মিয়া এবং ভৈরব কমলপুর গ্রামের মো. বিপ্লব মিয়া।

গত মঙ্গলবার তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় অটোরিকশা। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, গত ২২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সুমন মিয়া নামের এক অটোরিকশার চালক একজন যাত্রীসহ ভৈরবের পানাউল্লাহরচর থেকে বাঁশগাড়ি গ্রামের উদ্দেশে রওনা দেন।

এ সময় পুলতাকান্দি সেতু এলাকা থেকে চারজন দুষ্কৃতকারী গতিরোধ করেন। পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সুমনের অটোরিকশা ও সঙ্গে থাকা নগদ টাকা এবং মোবাইল সেট ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিন রাতেই সুমন মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জব্দ করা হয় সুমন মিয়ার অটোরিকশাসহ তিনটি চোরাই অটোরিকশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত