Ajker Patrika

সংবাদ সম্মেলনে যাত্রী নিরাপত্তার দাবি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫১
সংবাদ সম্মেলনে যাত্রী নিরাপত্তার দাবি

যাত্রী নিরাপত্তা ও জাতীয় নৌ নিরাপত্তা দিবসসহ ১৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘নোঙর বাংলাদেশ’ নামে নদীতে যাত্রী নিরাপত্তা বিষয়ক এক সামাজিক সংগঠন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নোঙর বাংলাদেশের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক সুমন সামস দাবি করেন, অভিযান-১০ লঞ্চের মালিক ও কর্মকর্তা–কর্মচারীর চরম অব্যবস্থাপনা ও অতিরিক্ত মুনাফার লোভে এত লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর দায়ভার নৌ–কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারেন না। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনারও দাবি করা হয় এ সময়।

সম্মেলনে সুমন সামস দাবি করে বলেন, ‘তদন্তের প্রাথমিক পর্যায়ে এমনটাই মনে হচ্ছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে আরও ৭ দিনের মতো সময় লাগবে।’

সম্মেলনে ২৩ মে দিনটিকে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি করা হয়। এ ছাড়া সম্মেলনে যাত্রীদের নিরাপত্তা বিষয়ে আরও ১৫টি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল– যাত্রীদের জন্য নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা, লঞ্চে রাডার, অ্যালার্মসহ অন্যান্য সুবিধা থাকা, প্রতিবার লঞ্চ ছাড়ার আগে ঠিক আছে কি না দেখে নেওয়া ইত্যাদি।

এ সময় তদন্ত কমিটির সদস্যসচিব মিহির বিশ্বাস ও সদস্য সোহাগ মহাজনসহ নোঙর বাংলাদেশের সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত