Ajker Patrika

ওসির ভয়ে এলাকা ছাড়া জাপা কর্মী

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৫
ওসির ভয়ে এলাকা ছাড়া জাপা কর্মী

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভয়ে নিজ এলাকায় যেতে পারছে না শফিকুল ইসলাম নামের জাতীয় পার্টির এক কর্মী। পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদলের বিরুদ্ধে নানাভাবে হয়রানি করছেন তিনি। নিরাপত্তা চেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী যুবক। গতকাল সোমবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন যুবক শফিকুল। শফিক মঠবাড়িয়ার তুসখালী গ্রামের একজন মৎস্য ব্যবসায়ী। তবে ওসি নুরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, তিনি মঠবাড়িয়ায় জাতীয় পার্টির একজন কর্মী। গত ২১ জুলাই মঠবাড়িয়া থানার উপপরিদর্শক পলাশ জানান যে ওসি তাঁকে (শফিকুল) ডেকেছে। তিনি থানায় গেলে ওসি নুরুল ইসলাম বাদল তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে তাঁকে ডাকাতি মামলায় আটক দেখানোর হুমকি দেন ওসি। পরে তিনি স্ত্রীর মাধ্যমে ৯ হাজার টাকা এনে দিলেও তাঁকে মিথ্যা মামলায় পরদিন আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনার ২০ দিন পর জামিনে বের হয়ে শফিকুল সুবিচার কামনায় বরিশাল রেঞ্জ ডিআইজি, পিরোজপুর পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ কারণে ওসি নুরুল ক্ষিপ্ত হয়ে তাঁকে হুমকি-ধমকি দেন। যুবক শফিকুল বলেন, ‘এরপর থেকেই পুলিশের ভয়ে নিজ এলাকায় যেতে পারছি না। প্রতিদিন আমার মঠবাড়িয়ার তুসখালী গ্রামের বাড়িতে পুলিশ যাচ্ছে।’

এসব অভিযোগের বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, ‘যুবক শফিকুল যে সব অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট।’ শফিক মাদকাসক্ত বলেও উল্লেখ করেন ওসি। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত আছি। বিষয়টি তদন্ত করে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ