Ajker Patrika

রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৫৩
রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের একটি রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বেলায়েত হোসেন (৬৫), একই এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. সিরাজ (৫০) ও মৃত সূর্যত আলীর ছেলে হযরত আলী (৪০)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকেরা জানান, বেলা ২টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে শ্রমিকদের দগ্ধ অবস্থায় দেখা যায়। তাঁদের উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতাল ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বেলায়েত হোসেন ও মো. সিরাজের অবস্থা আশঙ্কাজনক।

কাঞ্চন ও ডেমরা স্টেশনের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার শ্রমিকেরা প্রথমে বয়লার বিস্ফোরণের সন্দেহ করেন। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের বয়লারটি অক্ষত রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাইস মিলের ভেতরে একটি তুষের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদামর পাশেই একটি ব্রয়লার ছিল, তবে ব্রয়লারটি অক্ষত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত