Ajker Patrika

‘সাম্প্রদায়িক শক্তিকে ছাড় দেওয়া যাবে না’

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ০০
‘সাম্প্রদায়িক শক্তিকে ছাড় দেওয়া যাবে না’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা ১৪ দলীয় জোটে আছি, এটা রাজনৈতিক ঐক্য। আমাদের যাপিত জীবনে অনেক সমস্যা আছে এবং থাকবে। কিন্তু কোনোভাবে জঙ্গি, রাজাকার, সাম্প্রদায়িক শক্তিকে ছাড় দেওয়া যাবে না।’

বৃহস্পতিবার বিকেল ৪টায় মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইনু কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি আব্দুল হক।

এ সময় ইনু বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে দেশের ভেতর একটা দুর্নীতিবাজ গোষ্ঠী সিন্ডিকেট করার ফলে। পাশাপাশি কিছু মন্ত্রীর লাগামহীন বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষে যাচ্ছে।’

ইনু আরও বলেন, জাতির সামনে চারটি বিষয় গুরুত্বপূর্ণ কাজ; সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা। জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবিলা ও দমন করা। বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো।

বিএনপি দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি এখনো জঙ্গি, রাজাকার, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিবাজ খালেদা জিয়ার জন্য ওকালতি করে যাচ্ছে। নির্বাচন গণতন্ত্রকে ঢাল হিসাবে ব্যবহার করছে শুধু সাম্প্রদায়িকতা ও দুর্নীতিবাজ খালেদা ও তারেক জিয়াকে রক্ষা করতে।

জনজীবনের সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত