Ajker Patrika

আফগানরাই কি ফেবারিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১১: ৩৫
আফগানরাই কি ফেবারিট

সকালে মাঠে এসে ফুটবল দিয়ে গা গরম, পরে ব্যাটিং অনুশীলন দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শুরুর নিয়ম মেনে সাংবাদিকদের সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ভিন্ন দৃশ্য প্রতিপক্ষ আফগানিস্তানে। একাডেমি মাঠে আক্রমণাত্মক ব্যাটিং শেষে মাঝ উইকেটে ফিল্ডিং অনুশীলন করে হোটেলে ফিরে যায় তারা। সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়ায় আজকের ম্যাচ নিয়ে তাদের ভাবনা জানাই গেল না।

ঘরের মাঠে গত কয়েক বছরে যেকোনো সংস্করণে বাংলাদেশ নিজেদের সমীহ জাগানো দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেটির প্রমাণ মিলেছে গত আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে এই সংস্করণে প্রতিপক্ষ যখন আফগানিস্তান, জোরের সঙ্গে নিজেদের ফেবারিট বলার সুযোগ নেই। দুই দলের টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আফগানরা। এখনো পর্যন্ত সাত দেখায় চারবারই জিতেছে তারা।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে আফগানরা। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে থাকেন আফগানিস্তানের খেলোয়াড়েরা। পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম মিলিয়ে আফগানদের ‘ফেবারিট’ বললে অত্যুক্তি হবে না। এই সংস্করণে যে আফগানরা শক্তিশালী দল, সেটি অস্বীকার করছেন না মাশরাফি বিন মুর্তজাও। তবে ঘরের মাঠে আফগানদের ফেবারিট মানতে নারাজ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

গতকাল বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল সারতে বিসিবিতে আসা মাশরাফি সাংবাদিকদের বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা দীর্ঘদিন ভালো খেলে আসছি। যেহেতু টি-টোয়েন্টি, এখানে আমাদের আরেকটু সময় লাগবে। তরুণ খেলোয়াড় যারা আছে, তাদের সঙ্গে সিনিয়ররাও যুক্ত হলে ভালো কিছুই হবে। আমাদের ঘরের মাঠে তাদের (আফগান) ফেবারিট বলা ঠিক হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত