Ajker Patrika

টিসিবির পণ্য পাবেন ৯ হাজার মানুষ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২: ৩২
টিসিবির পণ্য পাবেন  ৯ হাজার মানুষ

সারা দেশের মতো বগুড়ার আদমদীঘিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে। ৩ দিনব্যাপী প্রথম ধাপের এই কার্যক্রম শুরু হবে ২০ মার্চ। সাধারণ ভোক্তাদের মধ্যে কার্ডের মাধ্যমে ২২ মার্চ পর্যন্ত এ পণ্য বিক্রি করা হবে। এ সময় কম মূল্যে পাওয়া যাবে তেল, চিনি, ডাল।

জানা গেছে, টিসিবি পণ্য বিক্রির লক্ষ্যে ইতিমধ্যে আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকা প্রস্তুত করা হয়েছে। টিসিবির পণ্য বিক্রির প্রতারণা ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন বিভাগ দফায় দফায় বৈঠক করে সিটি মেয়র, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রির কার্ডের তালিকা প্রস্তুত করেছেন। তবে কার্ডধারী ভোক্তারা ছাড়া কেউ ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ৯ হাজার ৮৬৬ কার্ডধারী ভোক্তার মধ্যে টিসিবি পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১ হাজার ২২৪, নশরতপুর ইউনিয়নে ১ হাজার ১০৬, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১ হাজার ১১২, কুন্দগ্রাম ইউনিয়নে ৯৬২, চাঁপাপুর ইউনিয়নে ৯৮৪, সান্তাহার ইউনিয়নে ৯৩৪ ও সান্তাহার পৌরসভায় ৩ হাজার ৫৪৪ জন।

২০ মার্চ আদমদীঘি সদর ইউপি ভবন ও রেলস্টেশন বাজার, নশরতপুর ইউপি ভবন ও মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ছাতিয়ানগ্রাম ইউপি ভবন ও শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কুন্দগ্রাম ইউপি ভবন ও শিববাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

একইভাবে ২১ মার্চ চাঁপাপুর ইউপি ভবন ও বিহিগ্রাম স্কুল মাঠ, সান্তাহার ইউপির ছাতনী-ঢেকড়া স্কুল মাঠ, সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল স্কুল মাঠে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

এ ছাড়া ২২ মার্চ সান্তাহার পৌর সভার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মহিলা কলেজ মাঠ, হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সরকারি কলেজ ঈদগাহ মাঠ এবং মালসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির লক্ষ্যে নিম্ন আয়ের পরিবারের (টিসিবি) পণ্য ক্রয়ের কার্ডের তালিকা সম্পন্ন করা হয়েছে। কার্ডধারী ভোক্তারা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত