Ajker Patrika

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৩৩
ইউএনওর মোবাইল নম্বর ক্লোন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ধরনের ঘটনায় সজাগ থাকার জন্য চেয়ারম্যান প্রার্থীদের বলেছেন ইউএনও।

জানা গেছে, উপজেলার দুওসুও ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মখলেসুর রহমান চৌধুরীকে সোমবার সকালে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে নির্বাচনে বিজয়ী করে দেবেন বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্য দিকে, বিকেলে ভানোর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলামের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতারক চক্র।

দুওসুও ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মখলেসুর রহমান জানান, সোমবার সকালে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে একটি ফোন আসে। ইউএনও পরিচয়ে ১০ লাখ টাকা চাওয়া হয়।

ইউএনও যোবায়ের হোসেন বলেন, ‘আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। সোমবার চেয়ারম্যান প্রার্থীদের ডেকে এ সব বিষয়ে সতর্ক করা হয়েছে।’

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত