Ajker Patrika

সভায় সাংসদের বিরুদ্ধে ক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৪৭
সভায় সাংসদের বিরুদ্ধে ক্ষোভ

বরিশাল আওয়ামী লীগের ভার্চুয়াল বিভাগীয় বর্ধিত সভায় দলে বিএনপি-জামায়াত ঘেঁষাদের ঢুকে পড়ার আশঙ্কা করেছেন তৃণমূলের নেতারা। এ সময় নৌকার বিরুদ্ধে হিজলা-মেহেন্দীগঞ্জের সাংসদ পংকজ নাথের অবস্থান নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

গতকাল শনিবার সকালে বরিশাল বিভাগীয় এ সভায় কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

সাংসদ পংকজ সভায় কথা বলতে না পেরে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতাশা প্রকাশ করেছেন। বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হতে, কুচক্রী মহলকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শাম্মি আহম্মেদ, সদস্য আনিছুর রহমান, গোলাম রাব্বানী চিনু। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত থেকে সভায় বক্তব্য দেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহম্মেদ।

বর্ধিত সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘পেছনে শত্রু রেখে এগোনো যাবে না। জেলার ১০টি উপজেলার মধ্যে দুটিতে (হিজলা-মেহেন্দীগঞ্জ) নৌকার প্রার্থীকে স্থানীয় এমপির নেতৃত্বে পরাজিত করা হয়েছে। ত্যাগীদের বাদ দিয়ে সংগঠন শক্তিশালী হবে না।’

এর আগে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান অভিযোগ করে বলেন, ‘এমপি পংকজ নাথ বিএনপি-জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছেন। তিনি ইউপি নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন। এমপি পংকজ অঙ্গ সংগঠনগুলোয় পাল্টা কমিটি দিয়েছেন।’

এ সময় সাংসদ পংকজ নাথ সভায় যুক্ত থেকেও কথা বলার সুযোগ পাননি। পরে তিনি তাঁর ফেসবুকে উল্লেখ করেন, ‘৩ ঘণ্টারও বেশি সময় ধরে হাত তুলেও ফ্লোর পাচ্ছি না।’

এ প্রসঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, ‘পংকজ নাথ দলের এমপি। তাঁকে কথা বলার সুযোগ না দিয়ে একচেটিয়া অভিযোগ তোলা হয়েছে। তিনি সুযোগ পেলে হিজলা-মেহেন্দীগঞ্জের রাজনৈতিক অবস্থা পরিষ্কার হতো।’

বরিশাল নগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘করোনার পর এ সভা দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করবে। সাংসদ পংকজ যে জনবিচ্ছিন্ন, এটা স্থানীয় আওয়ামী লীগের নেতারা সভায় পরিষ্কার করেছেন। তিনি নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

সাংসদ পংকজের ফেসবুকে স্ট্যাটাস প্রসঙ্গে আফজালুল করিম বলেন, ‘উনি হতাশাগ্রস্ত হয়ে ফেসবুকে এ ধরনের মন্তব্য করেছেন।’

এদিকে সভায় দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলে অসহযোগিতা করছেন।’

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ বলেছেন, ‘কিছু কিছু অঙ্গ সংগঠনের কমিটি ঢাকায় বসে লেনদেনের মাধ্যমে গঠিত হচ্ছে। আমরা এ ধরনের কমিটি মানতে পারি না। কারণে এতে দলে অ্যান্টি-আওয়ামী লীগ ঢুকে যায়।’ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল বলেন, ‘দলে জামায়াত ঘেঁষা নেতা নিয়ে কি কাজ করা সম্ভব?’

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোই এ সভার উদ্দেশ্য।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমপিরা সংসদে কথা বলেন। তাই এমপিদের আলাদা করে কথা বলতে দেওয়া যায়নি। এ সভায় স্থানীয় নেতাদের কথা শুনেছেন তাঁরা। নেতা-কর্মীরা কী বলেন, তা-ও এমপিদের জানা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত