Ajker Patrika

মুরগির খাবারের দাম বেড়েছে মাথায় হাত খামারিদের

চারঘাট প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ৩৬
মুরগির খাবারের দাম বেড়েছে মাথায় হাত খামারিদের

চারঘাটে ব্রয়লার-লেয়ার মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডের চড়া দামে খামারিদের মাথায় হাত পড়েছে। ব্যাহত হচ্ছে মাংস ও ডিম উৎপাদন। এতে খুচরা ও পাইকারি বাজারে দেখা দিয়েছে মুরগির সংকট।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬৩টি পোলট্রি খামার রয়েছে। মুরগির বাচ্চা, খাবারসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় বর্তমানে ৩১টি খামার সচল রয়েছে। গত এক মাস আগেও ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে সেই বাচ্চা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ৪৫-৫৫ টাকায়। কিছুদিন আগেও দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া, গত ৬ মাসের ব্যবধানে মুরগির খাবারের দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা। ২ হাজার টাকার খাবারের বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।

ক্ষুদ্র ও মাঝারি পুঁজির পোলট্রি খামারিরা বলছেন, সরকারি কোনো নীতিমালা না থাকায় কয়েকটি সিন্ডিকেট বাজার অনেকটা দখল করে রেখেছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের খামারিরা তাতে লাভবান হচ্ছেন না।

উপজেলার ইউসুফপুর এলাকার খামারি আবুল হোসেন বলেন, এখন বড় বড় কোম্পানি পোলট্রি খাতে বিনিয়োগ করেছে। তারা ইচ্ছামতো খাদ্যের দাম বাড়ায়। এতে ভোগান্তি পোহাতে হয় ক্ষুদ্র ও মাঝারি পুঁজির খামারিদের।

উপজেলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বলেন, উপজেলার প্রায় ৫০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। আর ২০ ভাগ বন্ধ হওয়ার পথে। বেকার যুবকেরা ঋণ নিয়ে খামার করেছিলেন, হঠাৎ করে মুরগির খাবারের দাম বাড়ায় অনেক খামারি হতাশ হয়ে পড়েছেন। পোলট্রি শিল্প বাঁচাতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করেন তিনি।

চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, খাদ্য ও ওষুধের মূল্য বাড়ায় ক্ষুদ্র খামারিরা লোকসানের মুখে পড়েছেন। উপজেলার অনেকেই খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খামারিদের এ ব্যবসায় ধরে রাখার চেষ্টা করছে প্রাণিসম্পদ বিভাগ। মাঠ পর্যায়ে খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত