Ajker Patrika

টুঙ্গিপাড়ার আদলে গড়া হবে মুজিবনগর

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৯
টুঙ্গিপাড়ার আদলে গড়া হবে মুজিবনগর

‘বাংলাদেশের যে দুটি স্থানের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িয়ে আছে তা হলো তাঁর জন্মস্থান টুঙ্গিপাড়া ও ঐতিহাসিক মুজিবনগর। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই মুজিবনগরকে গড়ে তোলা হবে টুঙ্গিপাড়ার মতো করে।’

গত রোববার বিকেল সাড়ে ৫টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন একথা বলেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ‘জুয়েল ইন দা ক্রাউন অব দা ডে’ হিসাবে ভূষিত করা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ‘মুজিবনগরের স্বাধীনতা সড়ক বিশ্বে ব্যাপক পরিচিত হয়েছে। অচিরেই মুজিবনগর স্থল বন্দর ও চেকপোস্টের কাজ শুরু হবে। ইতিমধ্যে কাস্টমসের কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। কিছুদিনের মধ্যে কাস্টমসের বিল্ডিং তৈরির কাজ শুরু হবে।

মুজিবনগরকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ৮ কিলোমিটার চারলেন সহ আধুনিক মহাসড়ক করার কাজ শুরু হয়েছে। মুজিবনগর থেকে দর্শনা আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়েছে। এই সড়কগুলো করা হচ্ছে যাতে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে দর্শনার্থীদের আসতে সুবিধা হয়। এ ছাড়া জেলায় মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এখানে একটি আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারও তৈরি করা হবে।’

এ সময় কর্মিসভায় উপস্থিত বক্তব্যে দেন জেলা পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অ্যাড. ইব্রাহীম শাহিন, জেলা আওয়ামী লীগে সদস্য ও মুজিবনগর আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম তোতা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত