Ajker Patrika

চোরাই গরুর টাকা বণ্টন নিয়ে মুনছুর খুন

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬: ১০
চোরাই গরুর টাকা বণ্টন নিয়ে মুনছুর খুন

শেরপুরের নকলায় মুনছুর আলী ফকির হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিবিআই সূত্রে এ তথ্য জানা যায়।

হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে জামালপুর সদরের রণরামপুর গ্রামের মুনছুর আলী ওরফে কালা মুনছুর (৪০) ও নকলার ধনাকুশা গ্রামের আমির হোসেন (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি উদ্ধৃত করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. মেসবাউল ইসলাম জানান, ওই মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আসামি আজিজুল, কালা মুনছুর, আমির হোসেন।

তারা আন্তজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য ছিল। তারা চোরাই গরুসহ চুরির মালামাল পিকআপের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করত। এ মামলার ঘটনার বেশ কিছুদিন পূর্বে তারা নকলা থানা এলাকায় একটি বাছুরসহ গরু চুরি করে পিকআপ দিয়ে গাজীপুরের শ্রীপুরের একটি বাজারে নিয়ে বিক্রি করে। কিন্তু ওই গরু বিক্রি ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে আজিজুল, কালা মুনছুর ও আমির হোসেনের সঙ্গে নিহত মুনছুরের মনোমালিন্য হয়।

এ ঘটনাকে কেন্দ্র করেই মুনছুরকে কৌশলে নকলায় ডেকে এনে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়।

এ ব্যাপারে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম. এম. সালাহ উদ্দীন বলেন, পিবিআইয়ের কাছে মামলাটি হস্তান্তরের পরপরই পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারের নির্দেশনায় তদন্ত তদারকি বাড়ানো হয়। ফলে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। তদন্তকাজ শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকালে নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীপাড় গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর থেকে মুনছুর আলী ফকিরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আঙুলের ছাপের মাধ্যমে জানা যায় সে পার্শ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া শংকরপুর গ্রামের হানিফ উদ্দিন ফকিরের ছেলে। পরে মুনছুরের বাবা বাদী হয়ে নকলা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২০ ডিসেম্বর মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। তদন্তের এক পর্যায়ে গত ২৬ ডিসেম্বর ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুড়ি গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে আসামি আজিজুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনায় জড়িত মুনছুর আলী ওরফে কালা মুনছুর ও আমির হোসেনসহ শ্রীপুরের আবদার গ্রামের সাইদুল ইসলামের ছেলে আশিক মিয়াকে গ্রেপ্তার করে পিবিআইয়ে হস্তান্তর করে সিআইডির একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত