Ajker Patrika

‘ভাঙাঘরে পোলাডারে লইয়া কষ্টে থাহি’

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৪৩
‘ভাঙাঘরে পোলাডারে লইয়া কষ্টে থাহি’

আরাফাত হোসেনের বয়স ১১ বছর। জন্মের ৪ বছর থেকে সে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। দিনমজুর বাবার সামান্য আয়ে কোনোমতে তিন সদস্যদের সংসার চলে। ফলে প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করাতে পারেন না বাবা আফজাল হোসেন। মা রহিমা বেগমও (৪২) শারীরিকভাবে অসুস্থ।

আফজালের মাথা গোঁজার একমাত্র বাড়িটিও জরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই টিনের ছোট্ট ঘরে থাকা দায় হয়ে যায়। জমানো টাকা না থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আফজাল হোসেন প্রতিবন্ধী ছেলের চিকিৎসা ও ঘর মেরামত করতে পারছেন না। স্থানীয় প্রশাসন বলছে, ভবিষ্যতে কোনো সরকারি প্রকল্প এলে ব্যবস্থা করা হবে।

রহিমা বেগম বলেন, আরাফাত হোসেন অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ে। সে চার বছর বয়স থেকে প্রতিবন্ধী। সবসময় তাকে চোখে চোখে রাখতে হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এদিকে বাড়িঘরও বেহাল। বর্ষায় বৃষ্টিতে ভিজি। শীতে ছালা (চট) মুড়িয়ে রাত কাটায়। শুনছি অসহায়দের প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন। আর মোরা প্রতিবন্ধী পোলাডারে লইয়া কষ্টে থাহি।’

আফজাল হোসেনের বয়সও ৫০ বছর পেরিয়েছে। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। এক দিন দিনমজুরির কাজ করলে দুই দিনে আর করতে পারেন না। ফলে নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির। ঘরের টিন ও বেড়া খসে পড়ছে।

আফজাল হোসেন বলেন, ‘এহোন বয়স অইছে, আগের মতো কামও হরতে পারি না। ঘড্ডাও ভাইঙা গেছে। টাহা নাই, মিস্ত্রি দিয়া হারাইতেও পারি না। কত কষ্টে থাকতে অয় হেয়া কইতে পারি না। যদি ভালোমতো মাথা গোঁজার একটা ঠাঁই পাইতাম, তাহলে অন্তত প্রতিবন্ধী পোলাডারে লইয়া ভালোভাবে থাকতে পারতাম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘শীত নিবারণের জন্য কম্বল ও খাদ্যসহায়তা দেওয়া হবে। যাঁদের ঘর ও জমি নেই, তাঁদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমি ও ঘর দেওয়া হচ্ছে। প্রকল্প এলে তাঁদের ঘর দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত