Ajker Patrika

প্রথমবার দেশের গানে বালাম

প্রথমবার দেশের গানে বালাম

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বালামের নতুন গান ‘জাগো বাংলাদেশ জাগো’। গানটি লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম। এর মাধ্যমে সংগীতজীবনে প্রথমবারের মতো দেশের গানে কণ্ঠ দিলেন বালাম।

আগে থেকেই দেশের গানের প্রতি আলাদা টান ছিল বালামের। দীর্ঘদিন ধরেই ভাবছিলেন দেশের গান গাইবেন। এবার সেই ইচ্ছা পূরণ হলো তাঁর। বালাম বলেন, ‘এর আগে অনেকের সঙ্গে দেশের গান গেয়েছি। কিন্তু নিজের একটি দেশাত্মবোধক গান করা হয়নি বলে আফসোস হতো। প্রায়ই মনে হতো, একটি দেশের গান করা উচিত।’

বালাম আরও বলেন, ‘এখনো অসংখ্য গান আমাদের নাড়া দেয়, মহান মুক্তিযুদ্ধের ৯ মাসের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। সেই অনুভূতির জায়গা থেকেই এক বসায় গানটি লিখে শেষ করি।’

গানটি বালামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে ড্রামস বাজিয়েছেন রায়হান ফিরোজ, গিটারে রেজওয়ান ফিরোজ, বেজ গিটারে শিশির ও কি-বোর্ডে বাপ্পী।গত ভালোবাসা দিবসে তিন বছরের বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করেন বালাম। এখন থেকে নিয়মিত প্রতি উৎসবে ভক্তদের গান উপহার দেবেন বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত