নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি ও দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় ওরফে আপনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর আহমেদ বলেন, ‘তাঁকে ফিরিয়ে আনতে আমরা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছি।’
রবিউল ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরকে ১৩ মার্চ চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সূত্র জানায়, ডিবির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. সাহিদুর রহমান এই চিঠি দেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবির সহকারী মহাপরিদর্শককে। চিঠিতে বলা হয়, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান নিখোঁজের পর ২০১৮ সালের ৯ জুলাই সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাঁর লাশ উদ্ধার হলে বনানী থানায় হত্যা মামলা করা হয়। রহমত উল্যাহ নামের একজনকে গ্রেপ্তারের পর জানা যায়, তাঁর সহযোগীরা মিলে পুলিশ পরিদর্শক মামুনকে খুন করেছেন। তদন্ত শেষে এ হত্যা মামলার অভিযোগপত্র দেয় ডিবি। এতে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় খানকেও অভিযুক্ত করা হয়।
ডিবির চিঠিতে বলা হয়, আরাভ খান বর্তমানে ভারতীয় পাসপোর্টধারী। ভারতের পাসপোর্টে তাঁর নাম আরাভ খান। পাসপোর্ট নম্বর ইউ ৪৯৮৫৩৮৯। ডিবি নিশ্চিত হয়েছে, এই আরাভ খানই রবিউল ইসলাম, তিনি পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় আরও ১২টি মামলা রয়েছে। সেসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। সে কারণে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। চিঠিতে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করা হয়।
পুলিশ জানায়, ডিবির তদন্তে এখন পর্যন্ত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে খুন, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, প্রতারণা করে অর্থ আত্মসাৎ, চোরাই মালসহ গ্রেপ্তারের মতো ১২টি মামলার তথ্য রয়েছে। মামলাগুলো রয়েছে ঢাকা, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন থানায়।
জানতে চাইলে ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, রবিউলকে বিচারের মুখোমুখি করাতে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই বনানীতে হত্যাকাণ্ডের শিকার হন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান। পরদিন তাঁর লাশ গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান সম্প্রতি আলোচনায় আসেন দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামক একটি গয়নার দোকান উদ্বোধনে তারকাদের নিমন্ত্রণ জানিয়ে। গত বুধবার দোকানটির উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, ইউটিউবার হিরো আলম, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, গায়ক ইসরাত জাহান জুঁই, আরফিন আকাশ, মাইনুল আহসান নোবেল, জাহেদ পারভেজ পাবেল, বেলাল খান ও রুবেল খন্দকার।
ডিবির একটি সূত্র বলেছে, দুবাইয়ে অবস্থান করা রবিউল ওরফে আরাভ খান নাম পরিবর্তন করে ভারতীয় পাসপোর্ট দিয়ে বাংলাদেশেও ঘুরে গেছেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে। তবে জন্ম বাগেরহাটের চিতলমারীতে। তাঁর বাবা মতিয়ার রহমান মোল্লা চিতলমারীতে ফেরি করে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রি করতেন। আশুতিয়া গ্রামে রবিউলকে সবাই সোহাগ মোল্লা হিসেবেই চেনেন।
আরও পড়ুন:
পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি ও দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় ওরফে আপনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মনজুর আহমেদ বলেন, ‘তাঁকে ফিরিয়ে আনতে আমরা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছি।’
রবিউল ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরকে ১৩ মার্চ চিঠি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সূত্র জানায়, ডিবির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. সাহিদুর রহমান এই চিঠি দেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবির সহকারী মহাপরিদর্শককে। চিঠিতে বলা হয়, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান নিখোঁজের পর ২০১৮ সালের ৯ জুলাই সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তাঁর লাশ উদ্ধার হলে বনানী থানায় হত্যা মামলা করা হয়। রহমত উল্যাহ নামের একজনকে গ্রেপ্তারের পর জানা যায়, তাঁর সহযোগীরা মিলে পুলিশ পরিদর্শক মামুনকে খুন করেছেন। তদন্ত শেষে এ হত্যা মামলার অভিযোগপত্র দেয় ডিবি। এতে রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে হৃদয় খানকেও অভিযুক্ত করা হয়।
ডিবির চিঠিতে বলা হয়, আরাভ খান বর্তমানে ভারতীয় পাসপোর্টধারী। ভারতের পাসপোর্টে তাঁর নাম আরাভ খান। পাসপোর্ট নম্বর ইউ ৪৯৮৫৩৮৯। ডিবি নিশ্চিত হয়েছে, এই আরাভ খানই রবিউল ইসলাম, তিনি পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় আরও ১২টি মামলা রয়েছে। সেসব মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। সে কারণে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। চিঠিতে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করা হয়।
পুলিশ জানায়, ডিবির তদন্তে এখন পর্যন্ত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে খুন, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, প্রতারণা করে অর্থ আত্মসাৎ, চোরাই মালসহ গ্রেপ্তারের মতো ১২টি মামলার তথ্য রয়েছে। মামলাগুলো রয়েছে ঢাকা, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন থানায়।
জানতে চাইলে ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, রবিউলকে বিচারের মুখোমুখি করাতে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই বনানীতে হত্যাকাণ্ডের শিকার হন পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান। পরদিন তাঁর লাশ গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ওই মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান সম্প্রতি আলোচনায় আসেন দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামক একটি গয়নার দোকান উদ্বোধনে তারকাদের নিমন্ত্রণ জানিয়ে। গত বুধবার দোকানটির উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, ইউটিউবার হিরো আলম, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, গায়ক ইসরাত জাহান জুঁই, আরফিন আকাশ, মাইনুল আহসান নোবেল, জাহেদ পারভেজ পাবেল, বেলাল খান ও রুবেল খন্দকার।
ডিবির একটি সূত্র বলেছে, দুবাইয়ে অবস্থান করা রবিউল ওরফে আরাভ খান নাম পরিবর্তন করে ভারতীয় পাসপোর্ট দিয়ে বাংলাদেশেও ঘুরে গেছেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে। তবে জন্ম বাগেরহাটের চিতলমারীতে। তাঁর বাবা মতিয়ার রহমান মোল্লা চিতলমারীতে ফেরি করে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল বিক্রি করতেন। আশুতিয়া গ্রামে রবিউলকে সবাই সোহাগ মোল্লা হিসেবেই চেনেন।
আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪