Ajker Patrika

বরগুনা সদরে ঘরে ডিমসহ সাপ, আতঙ্ক

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০: ২০
বরগুনা সদরে ঘরে ডিমসহ সাপ, আতঙ্ক

বরগুনা সদর উপজেলায় একটি বসতবাড়ির শোয়ার ঘর থেকে ২৭টি ডিমসহ একটি বিষধর গোখরো প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ঢলুয়া ইউনিয়নের পূর্ব ঢলুয়া গ্রামের কামাল হোসেনের ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।

কামাল হোসেন বলেন, ‘শনিবার সকালে শোয়ার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পাই। ওই গর্তের মুখে একটি সাপের খোলস পড়ে ছিল। পরে দুপুরে স্থানীয় একজন ওঝাকে বাড়িতে নিয়ে আসি। ওঝা ও স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ঘরের মেঝের ওই গর্ত খোঁড়া হয়। একপর্যায়ে গর্ত থেকে একটি বিষধর গোখরো প্রজাতির মা সাপ ধরা হয়। এরপর গর্ত থেকে সাপের ২৭টি ডিম উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ডিমগুলো ধ্বংস করা হয়। ওঝা সাপটির বিষদাঁত ভেঙে সঙ্গে নিয়ে গেছেন।’

প্রত্যক্ষদর্শী মো. রাসেল বলেন, ‘গর্ত থেকে একটি সাপ ও ২৭টি ডিম উদ্ধার করা হয়েছে। ওঝার মাধ্যমে মা সাপটি ধরা হয়েছে। বাসার ভেতরে বা আশপাশে আরও সাপ থাকতে পারে। তাই স্থানীয়রা সবাই আতঙ্কে আছি।’

ওঝা মালেক বলেন, ‘উদ্ধার হওয়া মা সাপটি প্রায় সাড়ে ৫ ফুট লম্বা।’

ঢলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন বলেন, ‘সাপটি গোখরো প্রজাতির। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপ বলে। এরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে ও মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত