Ajker Patrika

চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ১৪
চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অবৈধভাবে স্থাপন করা ৩০টি নির্বাচন অফিস ও ৩৫টি তোরণ অপসারণ না করায় চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া সেগুলো অপসারণে ফের সময় বেঁধে দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম এ নির্দেশনা দেন।

রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ স্থাপন করেছেন। তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নিতে গত ২১ নভেম্বর তাঁকে লিখিতভাবে জানানো হয়। তবে তিনি সেগুলো অপসারণ করেননি। তাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করেন, ‘ভোটারদের তিনি কোনোভাবে প্রভাবিত করছেন না। তা ছাড়া তিনটির অধিক নির্বাচনী অফিস ও তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে সেগুলো অপসারণের কিছুটা বিলম্ব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত