Ajker Patrika

নির্বাচন-পরবর্তী সহিংসতা ৪ জন আহত, ভাঙচুর

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৫৪
নির্বাচন-পরবর্তী সহিংসতা ৪ জন আহত, ভাঙচুর

মাগুরার শ্রীপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় হামলা- ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদে এ সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনায় পরাজিত মেম্বার সমর্থিত ৪ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, নাকোল ইউনিয়ন পরিষদের নাকোল গ্রামের পরাজিত ও নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই সময় নাকোল বাজারের রতন মিষ্টান্ন ভান্ডারসহ ৪টি বাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। পরাজিত মেম্বার এস এম খালেকুজ্জামান রহমান স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান মিয়ার সমর্থক এবং বিজিত মেম্বার আওয়ামী লীগ প্রার্থী হুমায়নুর রশিদ মুহিতের সমর্থক।

পরাজিত মেম্বার এস এম খালেকুজ্জামান রহমান বলেন, ‘নির্বাচনে জয়লাভ করার পর মেম্বার গোলাম মোস্তফার লোকজন নাকোল বাজারে আমাকে মারধর করে। আমি আত্মরক্ষার জন্য নাকোল পুলিশ ক্যাম্পে আশ্রয় নিই। পরে তাঁর লোকজন বাজারের রতন মিষ্টান্ন ভান্ডার ভাঙচুর এবং লুটপাট করে। এ ছাড়া সংঘবদ্ধ হয়ে বেশ কয়েকটি বাড়িতে আক্রমণ করে ভাঙচুর করে।’

রতন মিষ্টান্ন ভান্ডারের মালিক মিন্টু শিকদার বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে আমার দোকানে অতর্কিত হামলা করে। ক্যাশে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় দোকানে। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

বিজিত মেম্বার গোলাম মোস্তফা বলেন, ‘আমি এ সময় ঘটনাস্থলে ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত