Ajker Patrika

মতলব উত্তরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬: ০৭
মতলব উত্তরে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে দুই পক্ষে সংঘর্ষে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষের পর গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কলাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মেহেদী হাসান ও আরিফ ছৈয়াল নির্বাচন করেন। ওই ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হননি। আরিফ নৌকা সমর্থিত কর্মী ছিলেন। পাশাপাশি সদস্য পদে নির্বাচন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান সদস্য পদে নির্বাচিত হন। তাঁদের মধ্যে সেই থেকে দ্বন্দ্ব চলে আসছে। গত ৭ বৃহস্পতিবার তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মেহেদী হাসান বাদী হয়ে আরিফ সহ ৮ থেকে ১০ কে বিবাদী করে থানায় মামলা করেন। পরদিন আরিফের বাড়িতে অতর্কিত হামলা করে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় আরিফও প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এর সূত্র ধরেই গতকাল বিকেলে পুনরায় দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় ইউপি সদস্য মেহেদী হাসানের বৃদ্ধ পিতা সিরাজুল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘ওই ব্যক্তি হয়তো পথে মৃত্যুবরণ করেছেন। তাঁকে মৃত অবস্থায় এনেছেন। আমরা কোনো চিকিৎসা দিতে পারিনি। তবে মারাত্মক কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হয়তো দুই পক্ষের টানা হিঁচড়ার মধ্যে পড়ে যান বৃদ্ধ লোকটি। তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত