Ajker Patrika

আজ সখীপুর উপজেলা আ.লীগের সম্মেলন

সখীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৭
আজ সখীপুর উপজেলা আ.লীগের সম্মেলন

সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মাঠে বেলা ১১টার দিকে সম্মেলন শুরু হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সম্মেলনের উদ্বোধন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম সম্মেলনে উপস্থিত থাকবেন।

এদিকে সম্মেলন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। ব্যানার-ফেস্টুনে ভরে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক ও অলিগলি। সাজসাজ রব বিরাজ করছে উপজেলাজুড়ে। দলের শীর্ষ দুটি পদে নতুন নেতৃত্ব আসছে নাকি থাকছেন পুরোনোরাই এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্মাণ করা হয়েছে ছয় হাজার আসন বিশিষ্ট প্যান্ডেল। বিশ হাজার ডেলিগেট ও কাউন্সিলরের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত