Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
⊲ আয়নাবাজি (বাংলা সিনেমা)
অভিনয়: চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের বদলে ভাড়ায় জেলখাটা আয়না (চঞ্চল), তার বান্ধবী হৃদি (নাবিলা) এবং ক্রাইম রিপোর্টার সাবেরের (পার্থ) জীবনের প্রেম-আনন্দ-বেদনা নিয়ে অপরাধ জগতের ছায়ায় এগিয়েছে সিনেমার কাহিনি। অমিতাভ রেজা পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ৮ বছর পর এল ওটিটিতে।
 
⊲ ক্যাপ্টেন মিলার (তামিল সিনেমা)
অভিনয়: ধানুশ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার
দেখা যাবে: আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: ক্যাপ্টেন মিলার সিনেমাটি তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খননকাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে ক্যাপ্টেন মিলার, ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে। কিন্তু সে আসলে একজন সাবেক সেনাসদস্য।
 
⊲ আরিয়া সিজন ৩ (হিন্দি সিরিজ)
অভিনয়: সুস্মিতা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, সিকান্দার খের
দেখা যাবে: ডিজনি প্লাস হটস্টার
গল্পসংক্ষেপ: আরিয়ার তৃতীয় সিজনের প্রথম ৪টি পর্ব মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বরে। এবার এসেছে বাকি পর্বগুলো। আরিয়ার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে মাফিয়ারা। একদিকে মাদক কারবার, অন্যদিকে পরিবারকে বাঁচানোর চ্যালেঞ্জ, দুই দিক সামলে নিতে মরিয়া হয়ে পড়ে আরিয়া।
 
⊲ ভক্ষক (হিন্দি সিনেমা)
অভিনয়: ভূমি পেদনেকার, আদিত্য শ্রীবাস্তব, সঞ্জয় মিশ্রা
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ভূমি এতে অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। বিহারের একটি গার্লস শেল্টার হোমে পরপর ঘটছে নারী পাচার ও নির্যাতনের ঘটনা। এর তদন্তে নামে ভূমি অভিনীত চরিত্র। কিন্তু পদে পদে তাকে বাধার মুখে পড়তে হয়। নড়েচড়ে বসে প্রশাসন ও অপরাধীরা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন পুলকিত।
 
⊲ দ্য মার্ভেলস (ইংরেজি সিনেমা)
অভিনয়: ব্রি লারসন, তেয়োনাহ প্যারিস, ইমান ভেলানি
দেখা যাবে: ডিজনি প্লাস হটস্টার
গল্পসংক্ষেপ: ক্যাপ্টেন মার্ভেল, মিস মার্ভেল ও মনিকার সুপারপাওয়ারগুলো একত্র হয়। বিশ্বকে বাঁচানোর জন্য মহাজাগতিক অনুসন্ধানে নামে তারা। কিন্তু কীভাবে তারা একত্র হয়ে তাদের শক্তিগুলোর মিশ্রণ ঘটাবে, সে রহস্য উন্মোচিত হবে গল্পে। সিনেমাটি মূলত ক্যাপ্টেন মার্ভেলের দ্বিতীয় কিস্তি। পরিচালনা করেছেন নিয়া ডি কস্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত